এমবাপ্পে থাকছেন পিএসজিতেই : কিলিয়ান এমবাপ্পে, বর্তমান সময়ে ফুটবল বিশ্বের এক অন্যতম সেরা স্ট্রাইকার। খুব অল্প সময়ের মধ্যেই নিজ দেশের হয়ে কিলিয়ান এমবাপ্পে জিতেছেন ফুটবল বিশ্বকাপ। বর্তমান সময়ে, ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে খেলছেন তিনি। তবে, এর মধ্যেই গুঞ্জন উঠেছিল যে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিবেন কিলিয়ান এমবাপ্পে।

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাটকের নতুন পর্ব জানা গিয়েছিল গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায়। ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইট করে জানিয়েছিলেন, পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে সেদিন স্থানীয় সময় বিকালে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ফোন করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন।
[ এমবাপ্পে থাকছেন পিএসজিতেই !! ]
সেই সিদ্ধান্ত হলো, তিনি পিএসজির সঙ্গেই চুক্তি নবায়ন করতে চান। তবে রিয়াল কিংবা পিএসজির পক্ষ থেকে তখনো সে বিষয়ে তখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নানা সূত্রের খবর থেকে কালই বোঝা গিয়েছিল, রিয়ালের ভাগ্যে এমবাপ্পে–শিঁকে ছিঁড়ছে না। ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মারজিও এক রকম নিশ্চিত হয়ে বলেই দিয়েছিলেন, রিয়ালে আর যাওয়া হচ্ছে না এমবাপ্পের। পিএসজির প্রস্তাবে রাজি হয়ে প্যারিসেই থেকে যাচ্ছেন তিনি। রোববারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল এমবাপ্পের।
ফরাসি ক্লাবটি এমবাপ্পেকে কী সব অভূতপূর্ব প্রস্তাব দিয়েছে, তা জানাজানি হয়ে গিয়েছিল। পরিবারের লোকজনও যে এমবাপ্পের প্যারিসেই থেকে যাওয়ার পক্ষে, এটা তো জানা ছিল আগে থেকেই। যে কারণে রিয়াল সভাপতি পেরেজ তাঁর খেলোয়াড়দের জানিয়ে দেন, এমবাপ্পের সতীর্থ হওয়ার আশা ছেড়ে দাও। নিজেদের ভবিষ্যতের চিন্তা করো এমবাপ্পেকে ছাড়াই।
এরপর ফুটবলারদের দলবদল সংক্রান্ত খবরের বিশ্বস্ত সূত্র রোমানো ফ্যাব্রিজিওর টুইটটিতে সবাই একরকম নিশ্চিতই হয়ে গেলেন। টুইটে রোমানো লিখেছেন, ‘কিলিয়ান এমবাপ্পে আজ বিকালে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ফোন করেছিলেন। নিজের সিদ্ধান্তটা তিনি সরাসরি পেরেজকে বলেছেন; পিএসজির সঙ্গে নতুন চুক্তি করবেন। কথাবার্তা পাকা হয়ে গেছে এবং তা শতভাগ নিশ্চিত।’
তবে, এমবাপ্পে নিজেকে নিয়ে সব গুঞ্জন মিটিয়েছেন গতকাল রাতেই।ম্যাচের আগে ২০২৫ লেখা জার্সি হাতে যখন ঘোষণা দিলেন ‘আমি প্যারিসেই থাকছি’, পার্ক দে প্রিন্সেসের গ্যালারিতে তখনই উৎসব লেগে গেল; গোটা প্যারিসেই হয়তো।

মেৎসের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটা গুরুত্বহীন হয়ে পড়েছিল আরও অনেক দিন আগেই। লিগ শিরোপা জিতে যাওয়ার পর এসব ম্যাচ পিএসজির জন্য স্রেফ নিয়ম রক্ষার, খেলতে হয় বলে খেলা। এমন দিনে তো আরও সেটা বেশি গুরুত্বহীন। আরও তিন বছর ‘যুবরাজ’ প্যারিসে থাকছেন, এমন নিশ্চয়তা পাওয়ার দিনে এসব ম্যাচের ফল নিয়ে ভাবতে বয়েই গেছে পিএসজি–সমর্থকদের।
কিন্তু যিনি ঘোষণাটা দিলেন, সেই কিলিয়ান এমবাপ্পের হয়তো মনে হয়েছিল, দিনটা স্মরণীয় করে রাখতে মাঠেও কিছু করা দরকার। করলেন বটে! আসলে দেখালেন আর কী! কেন তাঁকে পেতে এত মরিয়া হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ, কেন তাঁকে রেখে দিতে সবকিছু করতে রাজি পিএসজি, উত্তর মিলল পরের ৯০ মিনিটে। হ্যাটট্রিক করে পিএসজির সঙ্গে নতুন চুক্তি দিনটা উদ্যাপন করলেন ফরাসি ফরোয়ার্ড। সঙ্গে নেইমার ও আনহেল দি মারিয়ার আরও একটি করে গোল মিলিয়ে ৫-০ ব্যবধানে জিতে মৌসুম শেষ করল পিএসজি। কিংবা বলা যায়, এমবাপ্পেকে নিয়ে নতুন করে শুরু করল আগামী তিন বছরের পথচলা।
২৫ মিনিটে দি মারিয়ার পাস থেকে প্রথম গোল, ২৮ মিনিটে লিওনেল মেসির পাস থেকে দ্বিতীয়টি। পার্ক দে প্রিন্সেসের গ্যালারিতে তখন তাঁর নামে গর্জন চলছে। ৩২ মিনিটে নেইমার ৩-০ করলেন, সেই ব্যবধান নিয়েই পিএসজি বিরতিতে গেল হাসতে হাসতে।
ফিরে আসার পাঁচ মিনিটের মধ্যে হ্যাটট্রিকটাও হয়ে গেল এমবাপ্পের। পিএসজির হয়ে দি মারিয়া এদিন নিজের শেষ ম্যাচটা খেলতে নেমেছিলেন। এমবাপ্পেকে দিয়ে গোল করানোর পাশাপাশি বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখতে ৬৭ মিনিটে তিনিও করলেন একটা গোল। ও হ্যাঁ, নেইমারের গোলটাও ছিল পিএসজির হয়ে তাঁর ১০০তম। কিন্তু এমন দিনে এ সবকিছুই গৌণ। এ যে শুধু এমবাপ্পের দিন!
এদিকে এমবাপ্পেকে যে আর্থিক প্রলোভন দেখিয়ে ধরে রাখল পিএসজি, সেটা দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। গতকালই টুইট করে জানিয়েছেন, এ রকম প্রস্তাব ফুটবলের জন্য অপমান। পিএসজি ফুটবলের জন্য বিপজ্জনক। এর মধ্যেই কাল রাতে পিএসজির বিরুদ্ধে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে লা লিগা।
পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করায় এমবাপ্পেকে যে আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে, তা ফুটবল দুনিয়ায় এত দিন অকল্পনীয় ছিল। শুধু চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবে ৩০ কোটি ইউরো পাবেন এমবাপ্পে। এর সঙ্গে বার্ষিক বেতন থাকবে ১৫ কোটি ইউরো, সেটাও কর বাদে। তিন বছরের পারিশ্রমিক যোগ করলে অঙ্কটা দাঁড়ায় মোট ৭৫ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৯৩০ কোটি টাকা)। এ অঙ্কই চোখ কপালে তুলে দেওয়ার মতো। মৌসুমে পারফরম্যান্স-ভিত্তিক ও শিরোপা জেতার পর কী বোনাস পাবেন, সে আলোচনা করার সুযোগই মিলছে না।
আরও পড়ুন: