এ্যাথলেটিক্সের ম্যারাথন । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

আজকে আলোচনা করা হবে এ্যাথলেটিক্সের ম্যারাথন নিয়ে

 

এ্যাথলেটিক্সের ম্যারাথন । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

এ্যাথলেটিক্সের ম্যারাথন । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

( ১ ) ম্যারাথন সর্বপেক্ষা দূর পাল্লার দৌড়। এই দৌড় সদর রাস্তা দিয়ে হতে পারে। তবে সদর রাস্তা পাওয়া না গেলে সাইকেল রাস্তা বা ফুটপাত হলেও হবে। তবে ঘাসযুক্ত রাস্তা বা আল গ্রহণযোগ্য নয়। ম্যারাথন শুরু ও শেষ এ্যাথলেট ট্রাকেই হবে।

 

এ্যাথলেটিক্সের ম্যারাথন । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

(২) ম্যারাথনে দৌড়াবার জন্য নাম এন্ট্রি করার আগে প্রত্যেক প্রতিযোগীকে ডাক্তারের কাছ থেকে শারীরিক সুস্থতার সার্টিফিকেট নিতে হবে। এ ছাড়াও দৌড়ের আগে প্রয়োজন বোধে আয়োজনকারীরাও ডাক্তার দিয়ে পরীক্ষা করতে পারেন। ডাক্তার কাউকে অযোগ্য ঘোষণা তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

(৩) প্রতিযোগিতা চলাকালে ডাক্তার যে কোন প্রতিযোগীকে পরীক্ষা করতে পারেন। 

(৪) প্রত্যেক প্রতিযোগীকে প্রতিযোগিতার আগে পথের যথার্থ দূরত্ব জানাতে হবে। ম্যারাথনের দূরত্ব হয় সাধারণত ৪২ ১৭৫ কিলোমিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ।

 

কাতার বিশ্বকাপে মেসির রেকর্ডসমূহ 

 

(৫) আয়োজনকারীরা প্রথমে ১১ কিলোমিটার পরে প্রতি ৫ কিলোমিটার পর পর স্বল্প খাদ্য প্রদান করতে পারেন। দুইটি টিফিন স্টেশন থাকবে। দুই টিফিন স্টেশনের মধ্যবর্তী স্থানে পানি পাওয়া যাবে। প্রতিযোগী নিজের সাথে খাবার নিতে পারবেন না। তবে তিনি কি খেতে পছন্দ করেন তা আয়োজনকারী সংস্থাকে আগেই জানাতে হবে।

আরও দেখুনঃ

Leave a Comment