এ্যাথলেটিক্সের রিলে রেস । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

এ্যাথলেটিক্সের রিলে রেস: এ্যাথলেটিক্স সারা বিশ্ব তথা বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলির অন্যতম। দেশের সর্বত্র এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ ক্লাব, সমিতি ছাড়াও সর্বস্তরে এ্যাথলেটিকসের প্রচলন রয়েছে। জাতীয় পর্যায়ে নিয়মিত এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক ও বিশ্ব পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা তো রয়েছেই ।

 

এ্যাথলেটিক্সের রিলে রেস । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

এ্যাথলেটিক্সের রিলে রেস । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

(১) চক বা চুনের লাইন টেনে প্রতিটি ধাপ নির্দিষ্ট করতে হবে এবং ক্র্যাচ রেখা। টানতে হবে।

(২) ক্র্যাচ লাইনের ১০ মিটার আগে ও পরে টেক ওভার জোন (যেখানে ব্যাটন পরিবর্তন করা হয়) রেখা টানতে হবে। ব্যাটন বা কাঠি হস্তগত করার আগে যুক্ত দলের কেউ দৌড় দিতে পারবে না বা নতুন করে এসে অবস্থান নিতে পারবে না। এই ছক আঁকা সীমানার রেখাগুলি কোর্টের মধ্যে হবে। ৪x২২০ মিটার দৌড়ে দলের প্রথম খেলোয়াড় যেখানে কাঠি বদলি করবে সেখান থেকে পাকের ১০ মিটার দূর থেকে দৌড় আরম্ভ করতে হবে। সমস্তবার ব্যাটন বদলির কাজটি টেক ওভার জোনে হবে ।

 

এ্যাথলেটিক্সের রিলে রেস । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

(৩) দৌড়াবার সময় কারো হাতের ব্যাটন পড়ে গেলে তা তুলে আবার দৌড়ানো যাবে।

(৪) ব্যাটন বদলের পর প্রতিযাগীরা নিজ লেনে থাকবেন সকল খেলোয়াড়ের ব্যাটন বদল হয়ে গেলে তবে লেন ত্যাগ করবেন।ব্যাটন বদলের সময় কাউকে ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়া যাবে না।

 

কাতার বিশ্বকাপে মেসির রেকর্ডসমূহ 

 

(৫) দলের কেউ আহত বা অসুস্থ না হলে একই দল নিয়ে প্রথমিক রাউন্ড থেকে শেষ পর্যন্ত খেলতে হবে।

আরও দেখুনঃ

Leave a Comment