ক্রিকেটের ডিক্লারেশন । ক্রিকেট খেলার ১৪ নম্বর আইন । খেলাধুলার আইন

ক্রিকেটের ডিক্লারেশন । ক্রিকেট খেলার ১৪ নম্বর আইন । খেলাধুলার আইন

 

ক্রিকেটের ডিক্লারেশন । চৌদ্দ নম্বর আইন

ক্রিকেটের ডিক্লারেশন । ক্রিকেট খেলার ১৪ নম্বর আইন । খেলাধুলার আইন

১। ডিক্লারেশনের সময়

ম্যাচ যতদিনেরই হোক না কেন, ব্যাটিং দলের অধিনায়ক খেলা চলার সমরে মধ্যে যে কোন একটি ইনিংসের সমাপ্তি ঘোষণা করতে পারেন।

২। দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয়া (বাজেয়াপ্তকরণ)

একজন অধিনায়ক তাঁর দ্বিতীয় ইনিংসের খেলা ছেড়ে দিতে পারেন এই শর্তে যে তাকে ঐ সিদ্ধান্ত বিপক্ষ অধিনায়ক এবং আম্পায়ারকে যথেষ্ট সময়ের আগে জানাতে হবে যাতে ৭ মিনিট পাঁচ রোলিং-এর অনুমতি দেয়া সম্ভব হয়। আইন নং ১০ দেখুন ( রোলিং, সুইপিং, মোয়িং, পীচে পানি দেয়া এবং ফ্রীজে পুনরায় দাগ দেয়া)। দুই ইনিংসের মধ্যে সাধারণত ১০ মিনিটের বিরতি প্রযোজ্য হবে।

 

ক্রিকেটের ডিক্লারেশন । চৌদ্দ নম্বর আইন

 

জ্ঞাতব্য বিষয়

ব্যাটিং দলের অধিনায়ক ম্যাচ চলার মধ্যে যে কোন সময় ইনিংসের সমাপ্তি ঘোষণা করতে পারেন। ম্যাচ যে কোন দিনের হোক না কেন ঐ আইন প্রয়োগে কোন বাধা নেই। ব্যাটিং দলের অধিনায়ক এমন কি একটি বল না খেলেও দ্বিতীয় ইনিংস ছেড়ে দিতে পারেন। তবে এই ক্ষেত্রেও দুই ইনিংসের বিরতির সময় ১০ মিনিট এবং ব্যাটিং দলের অধিনায়ক তাঁর দ্বিতীয় ইনিংস ছাড়ার বিষয়টি ৩ মিনিটের ভিতর করবেন যাতে বিপক্ষ দলের অধিনায়ক তাঁর ৭ মিনিট অধিকার অনুযায়ী রোলিং করার সময় পান। এই আইনের সাথে আইন নং ১০ পড়া উচিত।

 

ক্রিকেটের ডিক্লারেশন । চৌদ্দ নম্বর আইন

 

দ্বিতীয় ইনিংস ছাড়ার ব্যাপার নিয়ে অধিনায়কদ্বয়ের মধ্যে কোন চুক্তির প্রয়োজন নেই। এটা ব্যাটিং পক্ষের অধিনায়কের ইচ্ছার উপর নির্ভর করে। আইনসংগতভাবে দ্বিতীয় ইনিংস যতক্ষণ না ছাড়া হয় আম্পায়ার ততক্ষণ পর্যন্ত যাদের ব্যাটিং করার কথা ছিল তাঁদেরই ব্যাটিং দল বলে গণ্য করবেন এবং ব্যাটিং দলের অধিনায়ক সব সময়ে মনে রাখবেন যে তিনি যেন দ্বিতীয় ইনিংস ছাড়ার ৩ মিনিটের ভিতরেই আম্পায়ারকে তা জানিয়ে দেন ।

আরও দেখুনঃ

Leave a Comment