ক্রিকেট খেলার আইন সমুহ [ Law of Cricket ] নিয়ে একটি সিরিজ করছি আমরা। বিশ্বের অন্যান্য ক্রিকেট দেশের মত বাংলাদেশেও ইংরেজদের হাতে ক্রিকেটের গোড়াপত্তন হয়। ইংরেজরাই সর্বপ্রথম ক্রিকেটকে এদেশে নিয়ে আসে। কিন্তু যেহেতু বাংলাদেশ দীর্ঘ ১৯০ বছর ইংরেজদের এবং ২৪ বছর পাকিস্তানীদের কাছে পরাধীনতার শিকলে বন্দি ছিল সেহেতু বাংলাদেশের কোন আলাদা ক্রিকেট ইতিহাস গড়ে ওঠেনি। বৃটিশ শাসনামলে ভারত বর্ষের ক্রিকেট ইতিহাস যেমন এদেশের ক্রিকেট ইতিহাস ধরা হতো, তেমনি পাক শাসনামলেও পাকিস্তানের ক্রিকেট ইতিহাসকে এদেশের ক্রিকেট ইতিহাস বলে ধরা হতো। সুতরাং এ দীর্ঘ সময়ে এদেশের কোন আলাদা ক্রিকেট ইতিহাস গড়ে ওঠেনি।
ক্রিকেট খেলার আইন [ Law of Cricket ]
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ পরাধীনতার কবল থেকে মুক্ত হয়। বাংলার আকাশে উদিত হয় স্বাধীনতার নতুন সোনালি সূর্য। আর তাই স্বাধীনতার পর সাবেক ইস্ট পাকিস্তান স্পোর্টস ফেডারেশনের ক্রিকেট কমিটিকে জাতীয় ভিত্তিক করার উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বি সি সি বি) এ রূপান্তরিত করা হয়। ক্রিকেটের উন্নতির জন্য বি সি সি বি নিরলস পরিশ্রম শুরু করে।
১৯৭২-৭৩ মৌসুমে ঢাকা ও চট্টগ্রামে ক্রিকেট লীগ শুরু হয়। ১৯৭৪-৭৫ সালে শুরু হয় জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা। এ ছাড়াও রাজশাহী, খুলনা সহ দেশের অন্যান্য স্থানেও ক্রিকেট লীগ শুরু হতে থাকে। লীগ এবং জাতীয় ক্রিকেট ছাড়াও জাতীয় যুব ক্রিকেট আন্তঃবিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল ক্রিকেট, শহীদ স্মৃতি ক্রিকেট, দামাল সামার ক্রিকেট, স্টার সামার ক্রিকেটসহ বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়। এ ছাড়াও প্রত্যেক জেলা ও থানা পর্যায়ে ক্রিকেট লীগসহ অন্যান্য ক্রিকেট টুর্নামেন্ট হতে শুরু করে।
১৯৭৬ সালে বাংলাদেশ আই সি সি’র সহযোগী সদস্যপদ লাভ করে। আই সি সি’র সদস্যপদ পাবার পর ১৯৭৬-৭৭ মৌসুমে ইংল্যান্ডের এমসিসি দল বাংলাদেশ। সফর করে। এর পর ১৯৭৮ সালে শ্রীলংকা দল ও ভারতের ডেকান রুজ দল বাংলাদেশ সফর করে।
১৯৭৯ সালে বাংলাদেশ প্রথম আই সি সি ট্রফিতে অংশগ্রহণ করে। প্রথম আই সি সি ট্রফিতে বাংলাদেশ ফিজি ও মালয়েশিয়ার বিরুদ্ধে জয়লাভ করে। ১৯৮৬ সালে বাংলাদেশ আই সি সি’র পূর্ণ সদস্য না হয়েও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার গৌরব অর্জন করে। এ বছর শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিয়ে বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলংকার বিরুদ্ধে খেলে।
১৯৯৪ সালে বাংলাদেশ আই সি সি ট্রফিতে ব্যর্থ হলে ৬ষ্ঠ বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। ঢাকায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ছাড়াও প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার অসংখ্য ক্রিকেট ক্লাব রয়েছে। এর মধ্যে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিঃ ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ বিমান, আজাদ বয়েজ, সূর্যতরুন ক্লাব, জি. এম. সি.সি ক্লাব, গুলশান ইয় থ উল্লেখযোগ্য।
বাংলাদেশে অগনিত ক্রিকেটপ্রেমী রয়েছে। ক্রিকেট খেলা জানার জন্যে ক্রিকেটে। আইন জানা প্রথম শর্ত। আইন জানা থাকলে ক্রিকেট আরো সহজ হয়ে ওঠে। পাঠকের ক্রিকেটের প্রতি ব্যাপক কৌতূহলের প্রেক্ষিতে এম সি সি’র কলস বুক অনুসারে নিচে ক্রিকেটের আইন তুলে ধরা হলঃ
আইনগুলোর বিস্তারিত:
আইনগুলোর তালিকা নিচেয়ে দেয়া হলো। আইন গুলোর বিস্তারিত দেখতে লিংক এ ক্লিক করুন।
- ১ নম্বর আইন – ক্রিকেটে খেলোয়াড়
- ২ নম্বর আইন – পরিবর্ত ও রানার ব্যাটসম্যান বা ফিল্ডসম্যানের মাঠ পরিত্যাগ
- ৩ নম্বর আইন – ক্রিকেটের আম্পায়ার
- ৪ নম্বর আইন – ক্রিকেট খেলায় স্কোরারস
- ৫ নম্বর আইন – ক্রিকেট খেলার বল
- ৬ নম্বর আইন – ক্রিকেট খেলার ব্যাট
- ৭ নম্বর আইন – ক্রিকেট খেলার পীচ
- ৮ নম্বর আইন – ক্রিকেট খেলার উইকেট
- ৯ নম্বর আইন – বোলিং ক্রীজ, পপিং ক্ৰীজ এবং রিটার্ণ ক্রীজ
- ১০ নম্বর আইন – রোলিং, সুইপিং ও মোয়িং পীচে পানি দেয়া এবং ক্রীজে পুনরায় দাগ দেয়া
- ১১ নম্বর আইন – পীচ আচ্ছাদন
- ১২ নম্বর আইন – ক্রিকেটের ইনিংস
- ১৩ নম্বর আইন – ক্রিকেটের ফলোঅন
- ১৪ নম্বর আইন – ক্রিকেটের ডিক্লারেশন
- ১৫ নম্বর আইন – ক্রিকেট খেলা শুরু
- ১৬ নম্বর আইন – ক্রিকেট খেলার বিরতি
- ১৭ নম্বর আইন – সীশেমান অফ প্লে
- ১৮ নম্বর আইন – ক্রিকেটের স্কোরিং
- ১৯ নম্বর আইন – ক্রিকেটের বাউন্ডারি
- ২০ নম্বর আইন – লস্ট বল
- ২১ নম্বর আইন – ক্রিকেটের ফলাফল
- ২২ নম্বর আইন – ক্রিকেটের ওভার
- ২৩ নম্বর আইন – ডেড বল
- ২৪ নম্বর আইন – নো বল
- ২৫ নম্বর আইন – ওয়াইড বল
- ২৬ নম্বর আইন – বাই এবং লেগ বাই
- ২৭ নম্বর আইন – আউটের আবেদন
- ২৮ নম্বর আইন – দি উইকেট ইজ ডাউন
- ২৯ নম্বর আইন – ব্যাটসম্যান আউট অফ হিজ গ্রাউন্ড
- ৩০ নম্বর আইন – বোল্ড আউট
- ৩১ নম্বর আইন – টাইমড আউট
- ৩২ নম্বর আইন – ক্যাচ আউট
- ৩৩ নম্বর আইন – হ্যান্ডলড দি বল
- ৩৪ নম্বর আইন – হিট দি বল টোয়াইস
- ৩৫ নম্বর আইন – হিট উইকেট
- ৩৬ নম্বর আইন – লেগ বিফোর উইকেট (এল, বি, ডবল্যু)
- ৩৭ নম্বর আইন – অবস্ট্রাকটিং দি ফিল্ড
- ৩৮ নম্বর আইন – রান আউট
- ৩৯ নম্বর আইন – স্টাম্পড আউট
- ৪০ নম্বর আইন – ক্রিকেটের উইকেটরক্ষক
- ৪১ নম্বর আইন – ক্রিকেটের ফিল্ডসম্যান
- ৪২ নম্বর আইন – অসংগত খেলা
আরও দেখুনঃ