আজকের আলোচনার বিষয়বস্তু ফুটবল খেলোয়াড়ের সাজ সরঞ্জাম
ফুটবল খেলোয়াড়ের সাজ সরঞ্জাম । ফুটবল খেলার চতুর্থ আইন । খেলাধুলার আইন
- কোন খেলোয়াড় এমন কোন জিনিস খেলার সময় ব্যবহার করতে পারবে না. যা অন্য খেলোয়াড়ের পক্ষে বিপদের কারণ হতে পারে।
- ফুটবল খেলার বুটের ওপরের অংশ নরম চামড়া দিয়ে তৈরি হবে। নিচের অংশও চামড়ার অথবা কৃত্রিম বস্তুর হতে হবে।গোড়ালী বিহীন বুটের তলা সমান থাকবে । বুটের নিচের গুটিগুলি ভাল শক্ত চামড়া, রাবার, এলুমিনিয়াম বা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে তৈরি হতে পারে।
- গুটিগুলি লম্বা ১ ইঞ্চি এবং চওড়া আধা ইঞ্চির বেশি হবে না।
- খেলোয়াড়দের অসুবিধা বা বিপদ হতে পারে এমন ধাতুর তৈরি কোন জিনিস বুটের নিচে বা পাশে বেরিয়ে থাকতে পারবে না।
- প্রতিযোগিতামূলক খেলায় খেলোয়াড়দেরকে জার্সি, শার্ট, হাফ প্যান্ট, ফুল মোজা, বুট, স্কিন গার্ড পরে অবশ্যই খেলায় অংশ নিতে হবে।
- প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণকারীগণ খেলোয়াড়দের জার্সি অবশ্যই হাফপ্যান্টের ভেতর দিতে হবে।
- দুদলের খেলোয়াড়দের জার্সির রং এক হয়ে গেলে রেফারি একটি দলের জার্সি পরিবর্তনের ব্যবস্থা করবেন।
- ধাতু নির্মিত কোন জিনিস যেমন, হাত ঘড়ি, চশমা, আংটি, তাবিজ বা বেগ) বিপদজনক হতে পারে ইত্যাদি পরে খেলা নিষেধ।
- গোল কিপারের পরিহিত পোষাকের রং অন্যান্য খেলোয়াড়দের জার্সির রংয়ের সাথে যেন মিলে না যায়। সর্বদাই যেন এক নজরে রেফারি কর্তৃক গোল কিপারকে চেনার উপায় থাকে।
- প্রতিযোগিতামূলক খেলায় প্রতিটি খেলোয়াড়ের পরিহিত জার্সির অবশ্যই পিঠের নম্বর ২৫ সেঃমিঃ, বুকের নম্বর ১০ সেঃমিঃ এবং হাফ প্যান্টের নম্বর ১০ সেঃমিঃ লম্বা হতে হবে।
- প্রতিযোগী প্রত্যেক দলের অধিনায়কের জার্সির হাতায় ০০২৫ মিঃ বা ১ ইঞ্চি ব্যাসার্ধের ব্যান্ড থাকতে হবে ।
- আন্তর্জাতিক আইন অনুযায়ী খেলেয়াড়েরা আন্ডার প্যান্ট ব্যবহার করতে পারবেন। তবে তা প্যান্টের রংয়ের সাথে মিল থাকতে হবে ।
আরও দেখুনঃ