আজকে আলোচনা করব এ্যাথলেটিক্সের জ্যাভলিন থ্রো, এ্যাথলেটিক্স খেলার আইন কানুন সম্পর্কে । এটি এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতার অন্তর্গত ।
এ্যাথলেটিক্সের জ্যাভলিন থ্রো । এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতা । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন
(১) কে আগে বা পরে ছুঁড়বেন তা লটারির মাধ্যমে ঠিক করা হবে।
(২) ৮ জনের বেশি প্রতিযোগী হলে ৩ টি করে ট্রায়াল এবং ৮ জনের কম হলে ৬ টি করে ট্রায়াল পাবে। অষ্টম স্থানে টাই হলে অতিরিক্ত ৩ টি ট্রায়াল হবে।
(৩) নির্দিষ্ট স্থান থেকে জ্যাভলিন ছুঁড়তে হবে
(৪) জ্যাভলিনের দূরত্ব ধরা হয় গ্রোয়িং পয়েন্ট যেখানে জ্যাডলিনের মাথা পড়েছে সেই পর্যন্ত।
(৫) রানওয়ে ৩৬.৫ মিটারের বেশি বা ৩০ মিটারের কম হবে না। ২ সেন্টিমিটার চওড়া দু’টি লাইন সমান্তরাল করে (এই দুই লাইনের দূরত্ব হবে ৪ মিটার) টানতে হবে । ছোঁড়া হবে ৮ মিটার ব্যসার্ধের চাপ থেকে। জ্যাভলিন বা বর্শাটি ৭ সেন্টিমিটার মোটা ধাতু ও কাঠ দ্বারা ট্রিপটি তৈরি হবে।
(৬) জ্যাভলিনকে শক্তভাবে হাতের মুঠোয় ধরতে হবে এবং কাঁধের উপর থেকে ছুঁড়তে হবে ।
(৭) বর্ণাটির অগ্রভাগ মাটিতে আঘাত না করলে শুদ্ধভাবে ছোঁড়া ধরা হয় না। ছোঁড়ার সময় প্রতিযোগী দুই সমান্তরাল রেখা অতিক্রম করতে পারবে না।
(৮) ছোঁড়ার পর বর্শাটি ভেঙ্গে গেলে প্রতিযোগীকে পুনরায় সুযোগ দেয়া হবে ।
(৯) বর্ণাটি মাটিতে পড়ার আগে প্রতিযোগী রানওয়ে ত্যাগ করতে পারবে না।
(১০) অশুদ্ধ বা ভুলভাবে বর্শা নিক্ষিপ্ত হলে এটাকে চেষ্টা হিসাবে ধরা হবে, এর ফলাফলকে গণনায় ধরা হবে না।
(১১) ছোড়ার পর বর্শাটিকে বহন করে আনতে হবে, ছুঁড়ে নয়। রানওয়ের পাশের দিক ঢাল সর্বাধিক ১৪১০০ এবং যে দিক থেকে দৌড় হচ্ছে সে দিকের ঢাল ১:১০০ এর বেশি হবে না।
আরও দেখুনঃ