আজকে আলোচনা করব এ্যাথলেটিক্সের ডিসকাস থ্রো, এ্যাথলেটিক্স খেলার আইন সম্পর্কে । এটি এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতার অন্তর্গত ।
Table of Contents
এ্যাথলেটিক্সের ডিসকাস থ্রো । এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতা । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন
(১) লটারির মাধ্যমে কে আগে বা পরে ছুঁড়বেন তা নির্ধারণ করা হবে
(২) ৮ জনের বেশি প্রতিযোগী হলে ৩ টি ট্রায়াল এবং ৮ জনের কম প্রতিযোগী হলে ৬টি ট্রায়াল হবে। ৮ম স্থানে টাই হলে অতিরিক্ত ৩ টি ট্রায়াল হবে।
(৩) নির্দিষ্ট স্থান থেকে প্রতিযোগী ডিসকাসটি খুঁড়বেন।
(৪) ৪৫ ডিগ্রী সেকটর থেকে ডিসকাস ছুঁড়তে হবে।
(৫) থ্রো শেষ হবার আগে প্রতিযোগী সার্কেল ত্যাগ করতে পারবেন না ।
(৬) ডিসকাসের দূরত্ব মাপা হবে গ্লোয়িং কাছাকছি যেখানে ডিসকাসটি পড়েছে সেই পর্যন্ত, নিক্ষেপ করা হয়েছে যেখান থেকে সেই স্থান থেকে।
(৭) ২.৫ মিটার সার্কেল থেকে ডিসকাসটি ছুঁড়তে হবে।
(৮) ছুঁড়তে গিয়ে প্রতিযোগী দেহের কোন অংশ চরের বাইরে ভূমি স্পর্শ করতে পারবে না ।
ডিসকাস তৈরি
ডিসকাসটি কাঠের হবে এবং পাশগুলিতে ধাতব পদার্থের পাত লাগানো থাকবে। কোনাও ধাতব পাতে মোড়া থাকবে। ওজনে মিলে গেলে পাত ছাড়াও তৈরি করা যায় ।
ওজনঃ
পুরুষ ঃ ২১৯ এম. এম. থেকে ২২১ এম, এম.
মহিলা : ১৮০ এম, এম, থেকে ১৮২ এম, এম,
ধাতব প্লেটের ব্যাসার্ধ ৫০ এম. এম. থেকে ৫৭ এম. এম.
কেন্দ্রের পুরুত্বঃ
পুরুষ : ৩৭ এম. এম. থেকে ৪৪ এম. এম.
মহিলা : ৩৯ এম. এম. থেকে ৪৬ এম. এম.
ধরা থেকে ৬ মিলিমিটার দূরে রিমের পুরুত্ব হবে পুরুষ ও মেয়েদের ১২ মিলি মিটার।
আরও দেখুনঃ