তাইজুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৭৮ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ

তাইজুলের ক্যারিয়ারসেরা বোলিং : প্রায়, ২ বছর পরে ওয়ানডে দলে ফিরেই চমক দেখালেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে তাইজুল নিলেন ৫ উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের টিম কম্বিনেশনে তাইজুল ইসলামের জায়গা হয় কালেভদ্রে। এবারও হয়তো সুযোগ হতো না, যদি না প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিতো বাংলাদেশ।

তাইজুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৭৮ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ

তাইজুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৭৮ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ

শেষ ম্যাচে তাইজুল সুযোগ পেলেন। আর সেটা লুফে নিলেন দুই হাতে। ক্যারিয়ারসেরা বোলিং করে ওয়ানডে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন বাঁহাতি এই স্পিনার। ১০ ওভারে ২৮ রান খরচ করে একাই নিলেন ৫ উইকেট।

তাইজুলের এমন দুর্দান্ত বোলিংয়ের ম্যাচে পুঁজিটা খুব বড় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৭৮ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। অর্থাৎ হোয়াইটওয়াশ করতে হলে বাংলাদেশের দরকার ১৭৯ রান।

Sports Gurukul GOLN Website Logo 01 তাইজুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৭৮ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ

তাইজুল ইসলাম বাংলাদেশের নাটোর জেলায় জন্মগ্রহণকারী একজন আন্তর্জাতিক ক্রিকেটার। একদিনের আন্তর্জাতিক ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাট্রিক করার কীর্তিগাঁথা রচনা করেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন। পাশাপাশি বামহাতি ব্যাটসম্যান হিসেবেও দলে ভূমিকা রাখছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলে খেলছেন। এছাড়াও, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলসহ ঘরোয়া ক্রিকেটে দূরন্ত রাজশাহী, প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাব ও রাজশাহী বিভাগের হয়ে খেলেছেন।

Sports Gurukul GOLN Website Logo 01 তাইজুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৭৮ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ

তাইজুল নাটোর সদর উপজেলার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় দশম শ্রেণিতে ওঠার পর পড়াশোনা বন্ধ করে দিতে হয়। পরবর্তিতে দিনাজপুরে বিকেএসপির এক বছরের এক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। ১৫ মার্চ ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদ হামলা হলে বাংলাদেশ টেস্ট দলের কয়েকজন সদস্যের সাথে তিনিও সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শী হন এবং অল্পের জন্য বেচেঁ যান।

আরও পড়ুন:

Leave a Comment