তামিম ইকবাল : প্রারম্ভিকার এক ভরসাময় স্তম্ভ : বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার কিংবা সর্বকালের অন্যতম সেরা বাংলাদেশী ক্রিকেটারের নাম বললেই সবার আগেই চলে আসবে তামিম ইকবালের নাম। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ স্মরনীয় করে না রাখতে পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে ২০০৭ ওয়ার্ল্ডকাপের প্রথম ম্যাচে নিজের আগমনী বার্তা ঠিকই দিয়েছিলেন তামিম। সেদিন জহির খান, মুনাফ প্যাটেল, হরভজন সিংহের মতো অভিজ্ঞ বোলারদের তুলোধুনো করে ছেড়েছিলেন ১৭ বছর বয়সী তামিম।

তামিমের সেই ৫৩ বলে ৫১ রানের ম্যাচজয়ী ইনিংস যুগ যুগ ধরে মনে রাখবেন বাংলাদেশী ক্রিকেট প্রেমীরা। সেদিনই ছিলো শুরু, এরপর সময়ের পরিক্রমায় তামিম নিজেকে ছাড়িয়ে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তামিমের সেই আক্রমণাত্মক ব্যাটিং একটা সময় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের চোখের মণি হয়ে উঠেছিল। তামিমের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ বেশ কিছু ম্যাচ জিতেছে।
[ তামিম ইকবাল : প্রারম্ভিকার এক ভরসাময় স্তম্ভ ]
২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে তামিমের অনবদ্য ৬৩ রানের ইনিংস শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ের সম্ভাবনা গড়ে তুললেও একটুর জন্য ম্যাচটি বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। ২০০৭ এ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক টেস্ট এবং ওয়ানডে উভয় সিরিজেই একটি করে ফিফটি করেন তামিম। পরের বছর ,ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেন তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষেও ফিফটি করেন তিনি।


এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর রানের খরায় দেখা যায়নি বাংলাদেশের বর্তমান এই ওয়ানডে অধিনায়কের ব্যাটে। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানও তিনি। তবে, ক্রিকেটের সব ফরমেটে ব্যাটে রানের ফোয়ারা থাকা সত্ত্বেও সমালোচনা এখনো হাত ছাড়েনি তামিমের। পূর্বে তামিম অনেকটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও বর্তমানে তিনি দলের হয়ে ইনিংস বড় করে দলকে একটি বড় স্কোরের পথে পরিচালিত করার পক্ষে অধিক মনোযোগী।


বলা হয়ে থাকে, যে সমালোচনার যোগ্য তারই সমালোচনা হয়ে থাকে। তাইতো, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাটিংয়ের এক অন্যতম ভরসার নাম হয়েও এতো সমালোচনা তাকে নিয়ে।সমালোচনা তামিমের জন্য নতুন কিছু নয় । যতবারই সমালোচকরা সমালোচনায় মেতে উঠেছে , ঠিক ততোবারই তামিম জবাব দিয়েছেন ব্যাট দিয়ে।

সম্প্রতি, টি টোয়েন্টি ক্রিকেট থেকে ৬ মাস বিরতিতে যাবার ঘোষণা দিয়েছেন তামিম। এ সময়ের মধ্যে বাংলাদেশ দলে কোনো ভালো টি টোয়েন্টি ওপেনার উঠে না আসলে, আবারো জাতীয় দলে ফেরার কথা বলেছেন তিনি। তামিম ফিরবেন, আবারো গায়ে জড়াবেন বাংলাদেশ টি টোয়েন্টি জার্সি এটাই যেনো প্রত্যাশা তার ভক্তকুলের।
“তামিম ইকবাল : প্রারম্ভিকার এক ভরসাময় স্তম্ভ”-এ 3-টি মন্তব্য