দলে ফিরলেও অধিনায়কত্ব করবেন না মাহমুদউল্লাহ রিয়াদ

দলের ফিরলেও অধিনাকত্ব করবেন না  রিয়াদ,  রিয়াদের পরিবর্তে অধিনায়কত্ব করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগে জিম্বাবুয়ে সফরের টি টোয়েন্টি স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছিল রিয়াদকে, তবে সোহানের ইনজুরিতে আবারো দলে ফিরেছেন তিনি।

 

দলে ফিরলেও অধিনায়কত্ব করবেন না মাহমুদউল্লাহ রিয়াদ

 

জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য এক তরুণ দলকে পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট
বোর্ড। এই সিরিজের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল প্রতিভাবান উইকেটরক্ষক ব্যাটার
নুরুল হাসান সোহানকে।

দলে ফিরলেও অধিনায়কত্ব করবেন না মাহমুদউল্লাহ রিয়াদ
নুরুল হাসান সোহান
            

এ সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর পঞ্চপান্ডব ছাড়া মাঠে নেমেছিল বাংলাদেশ দল।বিশ্রাম দেয়া  
হয়েছিল মুশফিক এবং রিয়াদকে, এছাড়াও ছুটি দেয়া হয়েছিল সাকিবকে। 


সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ে বাংলাদেশকে ২০৬ রানের এক
বিশাল লক্ষ্য ছুড়ে দেয় জিম্বাবুয়ে। সিকান্দর রাজা এবং ওয়েসলি মাধেভেরে যেনো তুলোধুনো করে
ছেড়ে দেয় সেদিন বাংলাদেশের বোলারদের। জবাবে ব্যাট হাতে চেষ্টা করলেও বাংলাদেশের ব্যাটাররা
সেই ম্যাচে জয় ছিনিয়ে আনতে পারেননি।
দলে ফিরলেও অধিনায়কত্ব করবেন না মাহমুদউল্লাহ রিয়াদ
মোসাদ্দেক হোসেন সৈকত
তবে, সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ৭ উইকেটের সহজ জয় পায় তাঁরা। সেই
দিনও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে, বল হাতে হঠাৎ করেই বিধ্বংসী হয়ে 
পড়েন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।মোসাদ্দেক একাই তুলে নেন জিম্বাবুয়ের প্রথমপাচটি উইকেট। এরপর,ব্যাট করতে নেমে লিট অ্যাগ্রসিভ ব্যাটিংয়ের সহায়তায় ৭
 উইকেট। এরপর, লিটনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে, ৭ উইকেটের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে 
বাংলাদেশ।
দলে ফিরলেও অধিনায়কত্ব করবেন না মাহমুদউল্লাহ রিয়াদ
লিটন দাস
সেই ম্যাচেই কিপিং করার সময় হঠাৎ, আঙ্গুলে ব্যাথা পান সোহান। তবে, ম্যাচ চলাকালীন সময়ে
পেইন রিলিফ স্প্রে করে ম্যাচের বাকি সময় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন অধিনায়ক নুরুল
হাসান সোহান। এমনকি, ম্যাচের প্রথম ইনিংসের পরও ড্রেসিং রুম ছেড়ে যাননি সোহান। এরপর,
এক্স রে রিপোর্টে ধরা পড়ে যে তার আঙ্গুলে ফাটল।

ওয়ানডে দলের সঙ্গে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, সোহানের ইনজুরির পর তাকে ওয়ানডে দলে
ডাকা হলেও অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। 

আরও পড়ুন:

Leave a Comment