আজকের আলোচনার বিষয় এ্যাথলেটিক্স প্রতিযোগীতার নিয়ম
Table of Contents
এ্যাথলেটিক্স প্রতিযোগীতার নিয়ম । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন
এন্ট্রি
আই এ এ. এফ এর আইনানুসারে প্রতিযোগিতায় কেবলমাত্র অপেশাদার খেলোয়াড়রাই অংশগ্রহণ করতে পারবে। কোন প্রতিযোগী অন্য কোন দেশে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। যদি তার কাছে তার নিজের দেশের জাতীয় এ্যাথলেটিক্স সংস্থার লিখিত অনুমতি থাকে।
মহিলা
মেয়েদের বেলাতেও একই নিয়ম বলবৎ থাকবে। অর্থাৎ মেয়েরাও নিজ দেশের জাতীয় এ্যাথলেটিক্স সংস্থার লিখিত অনুমোদন সাপেক্ষে অন্য দেশে গিয়েও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এই সাথে তার কাছে দেশের জাতীয় সংস্থা অনুমোদিত ডাক্তার প্রদত্ত ‘সেক্স’ সার্টিফিকেট থাকতে হবে। যদি কোন মেয়ের কাছে ‘সেক্স’ সার্টিফিকেট না থাকে তবে আয়োজকরা তিনজন ডাক্তারের একটি প্যানেল তৈরি করে মেয়েদের নারীত্বের পরীক্ষা করবেন।
সাধারণ নিয়ম
(১) আই. এ. এ. এফ অনুমোদিত সরঞ্জাম ছাড়া অন্য কোন সরঞ্জাম ব্যবহার করা চলবে না।
(২) জাম্প ও প্রো ইভেন্টের ট্রায়ালের সংখ্যা কর্তৃপক্ষের অনুমোদনে হ্রাস করা যাবে। এ ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিতে হবে।
(৩) প্রতিযোগীরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোষাক পারবেন।
(৪) প্রতিযোগীরা জুতো ব্যবহার করতে পারবেন। তবে সেই জুতা দ্বারা দৌড়ান ছাড়া অন্য কোন সুবিধা নেয়া যাবে না। জুতোয় স্প্রিং বা ঐ ধরনের কোন বস্ত থাকবে না। গোড়ালির উচ্চতা ০.২৫ ইঞ্চির বেশি এবং জুতোর সোল ০.৫ ইঞ্চির বেশি যেন না হয়। জুতোর তলায় কাঁটা বা স্পাইক থাকবে ৮টি এবং গোড়ালিতে ২টি।
(৫) প্রত্যেক প্রতিযোগীর বুকে ও পিঠে নম্বর থাকতে হবে। এই নম্বরের সাথে অবশ্যই প্রোগ্রামে লেখা নম্বরের মিল থাকবে। নম্বর ছাড়া কোন প্রতিযোগীকে প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হবে না।
(৬) কোন প্রতিযোগী দৌড়ের সময় অন্য প্রতিযোগীকে ইচ্ছেকৃত কনুই দিয়ে গুঁতো মারলে বা বাধা দিলে তার প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা হারাবেন। রেফারি ইচ্ছে করলে তাকে বাতিল ঘোষণা করতে পারেন।
(৭) সময় প্রত্যেক প্রতিযোগী শুরু থেকে শেষ পর্যন্ত নিজের লেনের থাকবেন।
(৮) প্রতিযোগী ইচ্ছাকৃতভাবে লেন পরিবর্তন করেছে রেফারি যদি আম্পায়ার বা জাজের কাছ থেকে এই মর্মে রিপোর্ট পান তবে ঐ প্রতিযোগীকে অযোগ্য ঘোষণা করতে পারেন। তবে লেন পরিবর্তনের ব্যাপারটি ইচ্ছাকৃত হতে পারে।
(৯) কোন প্রতিযোগী স্বেচ্ছায় দৌড়কালে ট্র্যাক ছেড়ে চলে গেলে তাকে আর প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হবে না।
(১০) রেফারির পূর্ব অনুমতি ছাড়া কোন কর্মকর্তা প্রতিযোগিতায় অংশগ্রহণরত কোন প্রতিযোগীকে সময় বলে দিতে পারবে না।
(১১) কোন প্রতিযোগী নির্দিষ্ট সময়ে ইভেন্টে হাজির না হলে পরে তাকে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে না।
(১২) নাম বা নম্বর ডাকের পরে কোন প্রতিযোগী দেরি করে এলে তার ফন্ট হয়েছে বলে ধরা হবে। দ্বিতীয়বার এই ঘটনা ঘটলে রেফারি প্রতিযোগীকে অযোগ্য, ঘোষণা করতে পারেন।
(১৩) হাইজাম্প, লংজাম্প, শটপুট, ডিসকাস, হ্যামার থ্রো, জ্যাভলিনের জন্য দুই মিনিট অপেক্ষা করা সঙ্গত।
(১৪) পোলভল্ট বা প্রো ইভেন্টের সরঞ্জাম ধরার জন্য হাতে চকের গুঁড়ো, মাটি বা ধুলো ব্যবহার করা যেতে পারে।
(১৫) একটি রাউন্ড শেষ হলে রেফারি ফিল্ড ইভেন্টের স্থান বদল করতে পারেন।
(১৬) রিলে রেস ছাড়া অন্য কোন দৌঁড়ের সময় পাকের লেনে চেক মার্কা দেয়া নিষেধ। ট্রাকের পাশে চিহ্ন দিলেও এ্যাথলেট বা এ্যাথলেটদের বিরুদ্ধে সাহায্যের অভিযোগ আনা যাবে।
আরও দেখুনঃ