ফুটবলের খেলোয়াড় সংখ্যাঃ ফুটবল একটি অতি প্রাচীন খেলা। কবে, কখন, কোথায় এ খেলার উৎপত্তি তা আজ খুঁজে বের করা অত্যন্ত দুরূহ ব্যাপার। কে যে প্রথম ফুটবলে লাথি মারেন সে তথ্যও অনুদঘাটিত। কালের অতলে বিলীন হয়ে গেছে সে বিমূর্ত্ত মুহূএটি ফুটবলের বান্নের সঠিক দিন ক্ষণ খুঁজে বের করা না গেলেও এটি যে একটি অতি প্রাচীন খেলা তা নিয়ে সন্দেহ নেই ক্রীড়া গবেষকদের মধ্যে বিভিন্ন প্রাচীন জনপদ ও লোক কাহিনীতে ফুটবলের সাথে মিল আছে এমন খেলার বিবরণ পাওয়া যায়।
প্রাচীন কালে গ্রীস ও রোমের বিভিন্ন অঞ্চলে যে ফুটবল খেলা হতো তার সাথে আজকের রাগবি ফুটবলের যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। সুদূর মেক্সিকোতেও ফুটবল খেলার কথা শোনা যায়।
মেক্সিকোতে ফুটবলের গোল হতো উঁচু দেয়ালে বা গাছের ডালে বাঁধা বলয়ের ভেতর দিয়ে বল ঢোকাতে পারলে ক্যানভাসের মাঝখানে একটা গোলাকার ছিদ্র হতো। গোল পোস্ট। এ খেলায় খোলোয়াড়ের সংখ্যা নির্দিষ্ট থাকতো না। ফলে একটা জটলার সৃষ্টি হতো।
রোমানদের মধ্যে ফুটবল ছিল সবচে’ জনপ্রিয়। তখন রোমানরা ফুটবল খেলাকে বলতো “হারপাসটাম”। ধারনা করা হয় রোমানরাই ফুটবলকে ইউরোপের সাথে পরিচয় করিয়ে দেয় প্রথম এবং এ খেলার বিস্তৃতি, প্রসার ও জনপ্রিয়তা দান করে। ফুটবলের মধ্য যুগে ইউরোপের ইতালিতে ফুটবল প্রভূত জনপ্রিয়তা লাভ করে। ইতালির বিভিন্ন শহরে নিয়মিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে থাকে।
ফুটবলের খেলোয়াড় সংখ্যা । ফুটবল খেলার তৃতীয় আইন
- দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
- খেলা আরম্ভ করার সময় প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা ১১ জনের বেশি এবং ৭ জনের কম হবে না।
- প্রতি দলে উল্লেখিত খেলোয়াড়ের মধ্যে ১ জন অবশ্যই গোল কিপার থাকবে।
- ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে কোন সময় যে কোন দলে ২ (দুই) জন খেলোয়াড় বদলি করা যেতে পারে।
- আঞ্চলিক খেলার নিজস্ব নিয়ম অনুযায়ী বেশি খেলোয়াড় বদলি করা যেতে পারে। তবে সাংগঠনিক বিধিতে তা উল্লেখ থাকতে হবে।
- চ্যারিটি ও প্রদর্শনী খেলায় বেশি খেলোয়াড় পরিবর্তন করা যেতে পারে। তবে খেলার পূর্বে প্রতিযোগী দলের সাথে আলাপ আলোচনা করে রাখতে হবে এবং সেটা খেলা আরম্ভের পূর্বে অবশ্যই রেফারিকে জানিয়ে দিতে হবে।
- সাময়িক খেলা বন্ধ থাকা অবস্থায় রেফারিকে জানিয়ে যে কোন খেলোয়াড় গোল কিপারের সাথে জায়গা বদল করে নিতে পারে।
- খেলার সময়িক বিরতির সময়ে যে কোন খেলোয়াড়ের পরিবর্তে নতুন খেলোয়াড় মাঠে যেতে পারবে তবে তাকে রেফারির অনুমতি সাপেক্ষে মধ্য রেখা দিয়ে ঢুকতে হবে।
- খেলার মধ্য বিরতির সময় খেলোয়াড় পরিবর্তন করলেও কার পরিবর্তে কে মাঠে নামবে তাও রেফারিকে সময়মত জানাতে হবে।
আরও দেখুনঃ