ফুটবলের গোল কিকঃ ফুটবল অতি প্রাচীন খেলা হওয়ায় এ খেলার উৎপত্তি নিয়ে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। সত্যিকারের ফুটবলের উৎপত্তিস্থল আজো সঠিকভাবে নিরুপন করা সম্ভব হয়নি। মতভেদ থাকলেও ফুটবলের উৎপত্তির ব্যাপারে অনেক ক্রীড়া ঐতিহাসিককেই চীনের ব্যাপারে ঐক্যমত পোষণ করতে দেখা যায়। ধারনা করা হয়, চীনেই প্রথম ফুটবলের আবিষ্কার ঘটে। তবে অনেককে আবার জাপানের নাম বলতে শোনা যায়।
মেক্সিকোতে ফুটবলের গোল হতো উঁচু দেয়ালে বা গাছের ডালে বাঁধা বলয়ের ভেতর দিয়ে বল ঢোকাতে পারলে ক্যানভাসের মাঝখানে একটা গোলাকার ছিদ্র হতো। গোল পোস্ট। এ খেলায় খোলোয়াড়ের সংখ্যা নির্দিষ্ট থাকতো না। ফলে একটা জটলার সৃষ্টি হতো।
ফুটবলের গোল কিক । ফুটবল খেলার ষষ্ঠদশ আইন । খেলাধুলার আইন
বিপক্ষ খেলোয়াড়ের কিক, হেডিং বা হাত ছাড়া শরীরের যে কোন অংশে লেগে বা ইচ্ছাকৃত মারের ফলে বলের সম্পূর্ণ অংশ গোলপোস্টের ভেতরের অংশ বাদ দিয়ে শূন্যে বা গড়িয়ে গেলে লাইনের যে কোন জায়গা দিয়ে মাঠ অতিক্রম করলে, গোল এলাকার ভেতরে যে কোন স্থানে বল রেখে মাঠের ভেতরের দিকে বল কিক মারাকে গোল কিন্তু বলে।
১. গোল-কিকের বল পেছন দিক ছাড়া পেনাল্টি এলাকা অতিক্রম করে মাঠের ভেতর এলে বল খেলার মধ্যে গণ্য করা হবে, না এলে পুনরায় গোল কিক মারা হবে ।
২. গোল-কিক মারা বল অন্য খেলোয়াড় না খেলা পর্যন্ত গোল কিক মারা খেলোয়াড় খেলতে পারবে না। খেললে, বিপক্ষ দল ইনডিরেক্ট ফ্রি-কিক পাবে।
৩. গোল-কিক মারা বল পেনাল্টি এরিয়ার ভেতরে নিজেদের বা অপর পক্ষের খেলোয়াড় খেললে পুনরায় কিক হবে।
৪. গোল কিকের বল বিপক্ষীয় গোলে সরাসরি প্রবেশ করলে গোল হয় না।
৫. সরাসরি গোল কিকে অফসাইড হয় না।
৬. গোল-কিক নিজ দলের যে কোন খেলোয়াড় মারতে পারে।
৭. গোল-কিক গোল এরিয়ার যে কোন জায়গায় বসিয়ে মারা যায়।
আরও দেখুনঃ