খুব আশায় ছিলাম বিশ্বকাপে একটা ম্যাচ খেলার: শরিফুল

খুব আশায় ছিলাম বিশ্বকাপে একটা ম্যাচ খেলার: শরিফুল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন শরিফুল ইসলাম। দুই বছর টানা পারফর্ম করে দেশের সবচেয়ে সফল হয়েছিলেন বাঁহাতি এই টাইগার পেসার। কিন্তু ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলের চোটে বদলে যায় তার বিশ্বকাপ মিশন।

খুব আশায় ছিলাম বিশ্বকাপে একটা ম্যাচ খেলার: শরিফুল

প্রথম ম্যাচের জন্য ফিট না থাকলেও পরবর্তীতে তিনি ঠিক ছিলেন। তবে পুরো বিশ্বকাপই দর্শকের ভূমিকায় বেঞ্চে বসে কাটাতে হয় তাকে। একটি ম্যাচও খেলতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন শরিফুল।
বিশ্বকাপ শেষে চলমান লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কার পথে রওনা দিয়েছেন তিনি। মূলত পাকিস্তানের পেসার মোহাম্মদ আলীর বদলি হিসেবে ক্যান্ডি ফ্যালকনসে ডাকা হয়েছে তাকে। বুধবার (৩ জুলাই) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিককের সঙ্গে কথা বলেন শরিফুল।

খুব আশায় ছিলাম বিশ্বকাপে একটা ম্যাচ খেলার: শরিফুল

এই পেসার বলেন, আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তো আর কিছু করার নাই। খুব আশায় ছিলাম যে একটা ম্যাচ অন্তত খেলবো। তো এইখানে একটু কষ্ট লাগা আরকি। আমি সব ম্যাচের জন্যই প্রস্তুত ছিলাম। এখন দলের সমন্বয়ের কারণে (একাদশে সুযোগ আসেনি)।

 

এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি আরও বলেন, সবাই খুব ভালো করছিল, তো তার জন্য ম্যাচ পাওয়া হয়নি। এলপিএলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অনেক দিন ধরে ম্যাচ খেলা হচ্ছে না। তো সেক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলে আগের মতো ফিরতে পারি। -দ্য ডেইলি স্টার

 

খুব আশায় ছিলাম বিশ্বকাপে একটা ম্যাচ খেলার: শরিফুল

 

উল্লেখ্য, শরিফুলের দল ক্যান্ডি ইতোমধ্যে ২ ম্যাচ খেলে জয় পেয়েছে একটি। তাদের পরবর্তী ম্যাচ আগামী ৬ জুলাই বিকাল সাড়ে তিনটায়। লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে আরও তিনজন বাংলাদেশি রয়েছেন। ডাম্বুলা সিক্সার্সে মুস্তাফিজুর রহমান ও তৌহিদ হৃদয় এবং কলম্বো স্টাইকার্সে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। ১ জুলাই থেকে শুরু হওয়া লিগটি চলবে ২১ জুলাই পর্যন্ত।

আরো দেখুনঃ

Leave a Comment