ভুটানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

ভুটানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের। ভুটানের বিপক্ষে নারী ফুটবলাররা জয়ের ধারা ধরে রেখেছে। বুধবার থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে সাবিনা-সানজিদারা।ভুটানের কাছে আগে কখনো হারেনি বাংলাদেশের মেয়েরা। এমন কি ড্রও করেনি। তবে বুধবার ভুটান আগে গোল করলে বাংলাদেশ সাময়িকভাবে স্তদ্ধ হয়ে যায়। ১৩তম মিনিটে গোল হজম করলেও প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি সাবিনারা। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল ভুটান।

ভুটানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সৌরভী আকন্দ প্রীতির বদলি নামা মোসাম্মাৎ সাগরিকার হ্যাটট্রিকে ভুটানের বিপক্ষে বড় জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুন ও ঋতুপর্ণা করেছেন বাকি ২ গোল।গত ফেব্রুয়ারিতে ঢাকায় সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপের আবিষ্কার সাগরিকা। ভারতের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে শিরোপা জেতে, সাগরিকা তাতে রেখেছিলেন দারুণ অবদান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ঠাকুরগাঁওয়ের এই নারী ফুটবলার।

ভুটানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

‘সেই সাগরিকা আর এই সাগরিকার মধ্যে পার্থক্য অনেক’কিন্তু জাতীয় দলের প্রথম একাদশে সেভাবে সুযোগ মেলে না তাঁর। আজ বদলি হিসেবে সুযোগ পেয়ে দলের প্রয়োজনে দেখা গেছে সাগরিকার ঝলক। ৪৯ মিনিটে সমতাসূচক গোলটি এসেছে তাঁর পা থেকেই। সাবিনার থ্রু থেকে বল পেয়ে ভুটানি ডিফেন্ডারদের মাঝখান দিয়ে দারুণ এক গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাগরিকা।

 

এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

৫১ মিনিটে সাগরিকা সহজ সুযোগ নষ্ট করেন। ৫৩ মিনিটে সাগরিকার তৈরি করা আক্রমণ থেকে বাংলাদেশকে ২–১ গোলে এগিয়ে দেন সাবিনা। ৫৫ মিনিটে ঋতুপর্ণা চাকমা ৩–১ করেন। ৭০ মিনিটে সাগরিকা আরও একটি সহজ সুযোগ হারান। ৭৩ মিনিটে রুপনা চাকমার কল্যাণে গোল হজমের হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ। ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সাগরিকা। ম্যাচের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

 

ভুটানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

 

আরো দেখুনঃ

Leave a Comment