আজকে আলোচনা করব এ্যাথলেটিক্সের শটপুট থ্রো, এ্যাথলেটিক্স খেলার আইন সম্পর্কে । এটি এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতার অন্তর্গত ।
Table of Contents
এ্যাথলেটিক্সের শটপুট থ্রো । এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতা । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন
(১) লটারির মাধ্যমে কে আগে বা পরে নিক্ষেপ করবেন তা ঠিক করা হবে।
(২) ৮ জনের বেশি প্রতিযোগী হলে ৩ টি এবং ৮ জনের কম প্রতিযোগী হলে ৬ টি ট্রায়াল হবে ।
(৩) সঠিক স্থান থেকে ছুঁড়তে হবে ।
(৪) শটপুট মাটি স্পর্শ করার আগে স্থান ত্যাগ করা যাবে না।
(৫) শটপুট মাপতে হবে থ্রোয়িং পয়েন্টের কাছাকাছি যেখানে এর মাথা পড়েছে সেই স্থান পর্যন্ত ।
(৬) ২.১৩৫ মিটার ব্যাস বৃত্ত থেকে শটপুট ছোঁড়া হয় একটি অর্ধ পরিধির উপরে বৃত্তের মধ্যে একটি স্টপ বোর্ড রাখা হয়। স্টপ বোর্ড মাটিতে শক্ত করে পুঁততে হবে।
(৭) প্রতিযোগীকে এক হাত কাঁধের উপর তুলে রিং ছুঁড়তে হবে।
(৮) প্রতিবার ছোঁড়ার পর মাপ নিতে হবে
(৯) নিক্ষেপের দিক ঢাল সর্বাধিক ১ঃ১০০ হবে।
(১০) দেখা যায় এমন পতাকা দ্বারা জাতীয় ও বিশ্ব রেকর্ডের পরিমাপ দেখাতে হবে।
(১১) প্রতিযোগী কোন সরঞ্জাম বহন করে বৃত্তের মধ্যে যেতে পারবে না ।
(১২) শটপুটটি ছোঁড়ার পর বহন করে আনতে হবে, ছুঁড়ে নয়
শটপুট ওজন ও ব্যাসার্ধ
ওজন
পুরুষ – কমপক্ষে ৭.২৬ কেজি বা ১৬ পাউন্ড
মেয়েদের কমপক্ষে ৪ কেজি বা ৮ পাউন্ড ১৩ আঃ
ব্যাসার্ধ
পুরুষ- ১১০ মি. মি. থেকে ১৩০ মি.মি.
মেয়েদের – ৮৫ মি. মি. থেকে ১১০ মি. মি.
আরও দেখুনঃ