স্কোয়াশ খেলার নিয়মাবলী । খেলাধুলার আইন

স্কোয়াশ খেলাঃ এদেশে স্কোয়াশ নামটা শুনলেই অনেকের মুখে পানি এসে যায়। স্কোয়াশ বলতে আমরা এক ধরনের মজাদার পানীয় বুঝে থাকি। কিন্তু স্কোয়াশ নামে একটি পরিপাটি সুন্দর খেলা আছে তা আমরা অনেকেই জানিনা। এ খেলার নামই যখন অজানা তখন খেলার প্রকৃতি ও ধরণ না জানাই স্বভাবিক।

স্কোয়াশ সম্পূর্ণ একটি বিদেশী খেলা। তদানিন্তন বৃটিশ ঔপনিবেশিক শাসনামলে এদেশে এ খেলার প্রচলন হয়। এ খেলার খেলোয়াড় সংখ্যাও প্রয়োজন হয় খুব কম। এ খেলাটি মূলত শখের বশবর্তি হয়ে বা রিক্রেয়েশনাল গেম হিসাবে খেলা হতো। এটি একটি ব্যায়বহুল খেলাও বটে। তারপরেও এটি প্রসার লাভ করতে থাকে এবং সকলের মধ্যে মোটামুটি পরিচিতি পেতে থাকে।

স্কোয়াশ খেলার বিস্তার লাভের জন্য অন্যান্য দেশের মত বাংলাদেশেও স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশন সৃষ্টি হয়। বর্তমানে বাংলাদেশে স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশনের সহযোগিতায় প্রায় প্রতিটি জেলাতেই স্কোয়াশ কোর্ট নির্মানের প্রচেষ্ঠা চলছে। যদি প্রতিটি জেলাতে স্কোয়াশ কোর্ট তৈরি করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় তাহলে বাংলাদেশেও অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেরিয়ে আসতে পারে। তবে সবচেয়ে দুঃখের বিষয় ঢাকাতেই কোন উন্মুক্ত স্কোয়াশ কোর্ট এখন পর্যন্ত হয়নি।

 

স্কোয়াশ খেলার নিয়মাবলী

 

স্কোয়াশ খেলার নিয়মাবলী । খেলাধুলার আইন

স্কোয়াশ মূলত ইনডোর গেম। এ খেলা চারদিকে দেয়ালবেষ্টিত ঘরের ভিতর খেলতে হয়। অবশ্য এখন উন্নত বিশ্বের দেশগুলোতে গ্লাস দিয়েও স্কোয়াশ কোর্ট তৈরি হয়ে থাকে। তবে গ্লাস কোর্ট অত্যন্ত ব্যয়বহুল। কোর্ট তৈরির জায়গা কম লাগে বলে যে কেউ তার বাড়িতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারে। তবে স্কোয়াশ খুবই পরিশ্রমী খেলা।

আন্তর্জাতিক মাপ অনুসারে একটি স্কোয়াশ কোর্টের মাপ হবে দৈর্ঘ্য ৩২ ফুট এবং প্রস্থ ২১ ফুট। সামনের দেয়ালের উচ্চতা পিছনের দেয়ালের চেয়ে কিছুটা বেশি হয়ে থাকে। সামনের দেয়ালের বর্ডার লাইনের উচ্চতা হবে ৭ ফুট। সামনের দেয়ালের উচ্চতা থেকে পিছনের দেয়ালের উচ্চতা পর্যন্ত সাইড দেয়ালে লাইন টানলে সাইড লাইন পাওয়া যাবে। সামনের দেয়ালের নিচে যে লাল রঙের বোর্ড থাকবে তা হাচ্ছে টিন। মাটি থেকে টিনের উচ্চতা হবে ১৯ ইঞ্চি। সামনের দেয়ালের টিনের উপর যে লাইন থাকে তাকে বলা হয় কাট লাইন। কাট লাইন মাটি থেকে ৬ ফুট উঁচুতে এবং কাট লাইন থেকে সামনের দেয়ালের বর্ডার লাইন হবে ১৫ ফুট ।

এতো গেল সামনের দেয়ালের বর্ণনা। এবার আসি মাটিতে যে লাইনগুলো থাকে তার সম্পর্কে। কোর্টের মাঝখানে মাটিতে একটি লাইন থাকে তা হচ্ছে সর্ট লাইন। সর্ট লইন পিছনের দেয়াল থেকে ১৩ ফুটি ১০ ইঞ্চি দূরে হবে। সর্ট লাইনের মধ্য বিন্দ থেকে একটি লম্বা রেখা আঁকলে একটি হাফ কোর্ট লাইন পাওয়া যাবে। সর্ট লাইনের দুই ধারে দেয়ালের সাথে দুইটি ৫ ফুট ৩ ইঞ্চি বর্গাকৃতি সার্ভিস বক্স থাকবে। সেখান থেকে খেলোয়াড় সার্ভিস করে থাকে। কোর্টের মধ্যে প্রত্যেকটি লাইনের প্রস্থ হবে ২ ইঞ্চি এবং তা লাল রং হতে হবে। পিছনের দেয়ালের মধ্যে দরজা থাকে খেলোয়াড়দের কোর্টে ঢোকার জন্য। দেয়ালের উপরেই দর্শকদের জন্য গ্যালারি থাকে।

 

স্কোয়াশ খেলার নিয়মাবলী

 

দুই জন খেলোয়াড়ের মধ্যে এই খেলাটি হয়। সার্ভিস বক্স থেকে প্রত্যেক খেলোয়াড়দের সার্ভিস করতে হয়। সার্ভিস করার পর অবশ্যই বলটি সামনের দেয়ালের কাট লাইনের উপর লেগে প্রতিপক্ষের সীমানায় আসতে হবে। যদি কাট লাইনের উপর বল লেগে প্রতিপক্ষের সীমানায় বল না যায় তাহলে সার্ভিস ভুল হবে।

আবার যদি বল কাট লাইনের নিচে অথবা কার্ট লাইনে লেগে প্রতিপক্ষের সীমানায় যায় তাহলেও সার্ভিস ভুল হবে। কোন কারণে যদি সার্ভিস ভুল হয় তবে সার্ভিস বদল হবে। প্রতিপক্ষের সার্ভিসের পর যদি খেলা চলা অবস্থায় বল কাট লাইনের নিচে স্পশ করে বা লাগে তা হালে ভুল হবে না। যদি নিচের টিনে লাগে তবে বল ডেড হয়ে যাবে। বল মাটিতে এক ড্রপের বেশি হলে ডেড হয়ে যাবে তবে ড্রপের আগে বল মারা যায়। সব সময়েই বলের টার্গেট থাকবে সামনের দেয়ালে। বল যদি সাইত দেয়াল লাইন পিছনের দেয়াল লাইন অতিক্রম করে তার ফলেও ভুল হবে।

বল যদি সরাসরি না মেরে সাইডের দেয়ালে এসে লাগে তাহলেও বল সঠিক থাকবে। যদি এমনটি হয় যে বল সামনের দেয়াল থেকে রিটার্ণ সাইড দেয়ালে লেগে। মাটিতে পড়ার এক ড্রপের পর যদি মারা হয় তাহলে বল সঠিক হবে। পাশের দেয়ালে লেগে মাটিতে পড়ার আগেও বল মারা যায় তবে সব সময় সব জায়গাতেই এক ড্রপের বেশি গ্রহণযোগ্য নয়।

 

স্কোয়াশ খেলার নিয়মাবলী

 

প্রত্যেক খেলোয়াড় একবার করে বল র‍্যাকেটের সাহায্যে সামনের দেয়ালের মধ্যে দিয়ে প্রতিপক্ষকে ফিরিয়ে দিবে। এইভাবে খেলা চলাবস্থায় যদি কোন খেলোয়াড় বল মিস করে বা ভুল করে তাহলে যে খেলোয়াড় সার্ভিস করেছিল সে একটি পয়েন্ট পাবে। আর যদি সার্ভিসম্যান মিস করে তাহলে সার্ভিস বদল হয়ে যাবে।

১৫ ও ৯ পয়েন্টে একটি সেট হয়ে থাকে। যদি ৯ পয়েন্টে খেলা হয় তাহলে তিনটি সেট খেলতে হয়। আর যদি ১৫ পয়েন্টের খেলা হয় তাহলে ৫ সেট খেলতে হয়। তবে এখন আন্তর্জাতিক খেলাগুলো ১৫ পয়েন্টের ৫ টি সেটে হয়।

একটি স্কোয়াস র‍্যাকেটের দৈর্ঘ্য হবে ২৭ ইঞ্চি এবং সর্বাধিক ৯ আউন্স। র‍্যাকেটের নেটের দৈর্ঘ্য ৮.৩৫ ইঞ্চি এবং গ্রন্থ ৭ ইঞ্চির কিছু বেশি হবে। স্কোয়াস র‍্যাকেট দেখতে অনেকটা ব্যাডমিন্টনের র‍্যাকেটের মতই দেখা যায়।

তবে র‍্যাকেটের নেট লন টেনিসের ব্র্যাকেটের মতই খুব শক্ত এবং ইন্টিংগুলি টান টান করে বাঁধা থাকে।

 

 

উসমান খাজার কোনো আক্ষেপ নেই

 

স্কোয়াস বল দেখতে অনেকটা ডিম বলের মত। তবে আকারে ডিম বলের চেয়ে একটু বড়। বলের ব্যাস হবে ৪ ১৫ সেন্টিমিটার। বল তৈরি হয় ভাল রাবার দিয়ে। স্কোয়াস বল চার ধরনের হয়। ব্লু ডট, রেপ ডট হোয়াইট ডট, এবং ইয়েলো ডট। ব্লু ডট সুপার ফার্স্ট, রেড ডট মিডিয়াম ফার্স্ট, হোয়াইট ডট মিডিয়াম প্রো, এবং ইয়োলো ডট সুপার স্লো খেলার জন্য প্রযোজ্য। আন্তর্জাতিক এবং যে কোন অফিসিয়াল খেলা ইয়োলো ডট সুপার স্লো বল দিয়ে খেলা হয়ে থাকে।

 

আরও দেখুনঃ

Leave a Comment