[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

এ্যাথলেটিক্সের হ্যামার থ্রো । এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতা । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

আজকে আলোচনা করব এ্যাথলেটিক্সের হ্যামার থ্রো, এ্যাথলেটিক্স খেলার আইন কানুন সম্পর্কে । এটি এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতার অন্তর্গত ।

 

এ্যাথলেটিক্সের হ্যামার থ্রো । এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতা । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

এ্যাথলেটিক্সের হ্যামার থ্রো । এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতা । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

(১) কে আগে বা পরে হ্যামার ছুঁড়বেন তা লটারির মাধ্যমে ঠিক করা হবে।

(২) যদি ৮ জনের বেশি প্রতিযোগী হয় তবে প্রত্যেকে ৩ টি করে ট্রায়াল পাবে। ৮ জনের কম হলে প্রত্যেকে ৬ টি করে ট্রায়াল পাবে। ৮ম স্থানে টাই হলে অতিরিক্ত ৩ টি ট্রায়াল হবে।

(৩) নির্দিষ্ট স্থান থেকে থ্রো করতে হবে। অর্থাৎ বৃত্তের মধ্য থেকে ।

(৪) ছোঁড়া বস্তুটি মাটিতে পড়ার আগে প্রতিযোগী সার্কেল ত্যাগ করতে পারবে না ।

(৫) প্রয়োজনে হাতে দাস্তানা ব্যবহার করতে পারে।

(৬) হাতে রেজিন বা আঠালো পদার্থ ব্যবহার করা যেতে পারে।

(৭) হ্যামার নিক্ষেপে বৃত্তে কোন কিছু ছড়ানো যাবে না ।

 

এ্যাথলেটিক্সের হ্যামার থ্রো । এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতা । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

(৮) হ্যামার ৪৫ ডিগ্রী সেক্টর থেকে ছুঁড়তে হবে।

(৯) ছোঁড়ার ইভেন্টের সরমঞ্জাম সরবরাহ করবে আয়োজকরা।

(১০) ছোড়ার ইভেন্টের সরমঞ্জামগুলি হাতে করেই স্টার্টিং পয়েন্টে আনতে হবে। এটি ছুঁড়ে বৃত্তের দিকে পাঠানো যাবে না।

(১১) হ্যামার নিক্ষেপের সার্কেলটির ব্যাস হবে ২১৩৫ মিটার।

(১২) স্টার্টিং সার্কেলে হ্যামার ঘোরানো যেতে পারে। প্রতিযোগিতা শুরুর আগে বাইরে ছোঁড়া যেতে পারে ।

(১৩) প্রতিযোগিতার সময় হ্যামার মাথার উপর ঘেরাতে ঘোরাতে মাটিতে স্পর্শ করলেই তা ট্রায়াল হিসাবে গণ্য হবে এবং প্রোটি বাতিল হবে ও ফাউল হবে।

(১৪) ছোঁড়াকালে হ্যামার ভেঙ্গে গেলে প্রতিযোগীকে পুনরায় সুযোগ দেয়া হবে।

 

এ্যাথলেটিক্সের হ্যামার থ্রো । এ্যাথলেটিক্সের নিক্ষেপ প্রতিযোগিতা । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

হ্যামার তৈরি

হ্যামার লোহা বা ইস্পাতের নির্মিত হতে পারে। হ্যামারের ওজন ৭.২৬ কেজি বা ১৬ পাউন্ড হবে।
কাতার বিশ্বকাপে মেসির রেকর্ডসমূহ 

 

আরও দেখুনঃ

Leave a Comment