ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাসী তামিমঃ
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে তামিম ইকবালের সংবাদ সম্মেলন। কিন্তু প্রায় ১৫ মিনিটেরও বেশি সময় মাঠের বাইরের বিষয় নিয়েই কথা বলতে হলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। তাই হয়তো মিডিয়া ম্যানেজারের তাগিদ, ‘সিরিজ সম্পর্কিত প্রশ্ন করা হোক।’
ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাসী তামিম
তবে এরপর যে প্রশ্নটি করা হলো, তাতেও মিশে থাকল মাঠের বাইরের প্রসঙ্গ। এ দিন বিভিন্ন প্রশ্নের তির দারুণভাবে সামলানো তামিম দল নির্বাচনের এই প্রশ্নও সামাল দিলেন দারুণভাবে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করে হয়েছে অবশ্য বেশ আগেই। তবে পরে বিতর্ক উসকে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছিলেন, নাসুম আহমেদের জায়গায় তাইজুল ইসলামকে নেওয়ার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। কিন্তু পরে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়ে দেন, অধিনায়ক তামিমের চাওয়ায় দলে নেওয়া হয়েছে তাইজুলকে। এমনিতে দল নির্বাচনী সভায় নির্বাচক, অধিনায়ক, কোচ, নানা পক্ষ থেকে নানা যুক্তি-তর্ক হয়।
শেষ পর্যন্ত দল চূড়ান্ত হওয়ার পর তা সবার পছন্দের স্কোয়াড বলেই ধরে নেওয়া হয়। কার কে পছন্দে কে দলে, এই ব্যাপারগুলি সাধারণত প্রকাশ করা হয় না কখনোই। কিন্তু স্বয়ং বোর্ড সভাপতি যখন গোপনীয় কিছু এভাবে ফাঁস করে দেন, অধিনায়কের জন্য তা বিব্রতকর কি না, এই প্রশ্ন রোববার সংবাদ সম্মেলনে করা হলো তামিমকে। তিনি উত্তর দিলেন সরাসরিই।
“প্রথমত, অবশ্যই (বিব্রতকর) দল বাছাইয়ের সভায় দরজার আড়ালে অনেক আলোচনা হয়। যেখানে আমি অনেক কিছুতে একমত হই, একমত হই না। নির্বাচকদের ক্ষেত্রেও তা-ই। তবে আমরা সবাই মিলে একটি দল। আমি, প্রধান কোচ, নির্বাচক… আমরা সবাই একটি দল।
আমি এখানে বসে বলব না, এটা ওঁর কাজ বা ওটা তার কাজ। যদি ব্যর্থ হই, তাহলে আমরাই ব্যর্থ হব। ফলাফল পেলেও আমরা দল হিসেবে পাব। ওখান (সভা) থেকে কোনো কিছু বেরিয়ে আসা খুব স্বাস্থ্যকর নয়।”
আরও দেখুনঃ