Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

এক বছর পর সেই গল-এ টেস্ট জিতলো পাকিস্তান

গল-এ টেস্ট জিতলো পাকিস্তান

এক বছর পর সেই গল-এ টেস্ট জিতলো পাকিস্তান, গেল বছরের এই দিনে গল-এ শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছিলো পাকিস্তান। এরপর আন্তর্জাতিক অঙ্গনে ছয় টেস্ট খেলে কোন জয় পায়নি পাকিস্তান। অবশেষে এক বছর পর সেই শ্রীলংকার বিপক্ষে গল-এর ভেন্যুতেই জয়ের দেখা পেল সফরকারী পাকিস্তান। জয়ের ব্যবধানটাও সেই একই, ৪ উইকেটে। এবারের শ্রীলংকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

এক বছর পর সেই গল-এ টেস্ট জিতলো পাকিস্তান

 

 

শ্রীলংকার ছুঁেড় দেয়া ১৩১ রানের জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৪৮ রান করেছিলো পাকিস্তান। গল টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিন ৮৩ রান দরকার ছিলো পাকিস্তানের। শ্রীলংকার প্রয়োজন ৭ ছিলো উইকেট। ওপেনার ইমাম উল হক ২৫ ও অধিনায়ক বাবর আজম ৬ রানে অপরাজিত ছিলেন।

শেষ দিনের ষষ্ঠ ওভারে শ্রীলংকাকে প্রথম সাফল্য এনে দেন আগের দিন ২ উইকেট নেয়া বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া। ২৪ রানে বাবরকে থামান তিনি। দলীয় ৭৯ রানে বাবর ফেরার পর উইকেটে ইমামের সঙ্গী হন প্রথম ইনিংসে অপরাজিত ২০৮ রান করা সৌদ  শাকিল। শ্রীলংকার বোলারদের শক্ত হাতে সামলে পঞ্চম উইকেটে ৫৫ বলে ৪৩ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যান তারা।
শাকিলকে ৩০ রানে আউট করে জুটি ভাঙ্গেন শ্রীলংকার অফ-স্পিনার রমেশ মেন্ডিস। শাকিল যখন ফিরেন তখন জয় থেকে ৯ রান দূরে পাকিস্তান।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

শাকিল ফেরার ১৮ বল পর, ৩২ দশমিক ৪ ওভারে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে ১ রানে জয়সুরিয়া শিকার করলে লড়াই অব্যাহত রাখে শ্রীলংকা। ঐ সময় পাকিস্তানের দরকার ছিলো ৪ রান। ঐ ওভারের পঞ্চম ডেলিভারিতে ছক্কা মেরে শ্রীলংকার আশাকে ভেস্তে দিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আগা সালমান।

টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে ৫০ রানে অপরাজিত থাকেন ইমাম। ৮৪ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ৬ রানে অপরাজিত থাকেন সালমান। শ্রীলংকার জয়সুরিয়া ৫৬ রানে ৪ উইকেট নেন।
এই নিয়ে গল-এর ভেন্যুতে তৃতীয় জয়ের স্বাদ পেল পাকিস্তান।

 

 

এ ভেন্যুতে সফরকারী দল হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। সব মিলিয়ে শ্রীলংকার মাটিতে ষষ্ঠ জয় পাকিস্তানের। শ্রীলংকার মাটিতে সর্বোচ্চ  টেস্ট জয়ে  ইংল্যান্ডের রেকর্ড স্পর্শ করলো পাকিস্তান। প্রথম ইনিংসে অপরাজিত ২০৮ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করে ম্যাচ সেরা হন পাকিস্তানের শাকিল। আগামী ২৪ জুলাই থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।

আরও দেখুন:

Exit mobile version