আজকের আলোচ্য বিষয়ঃ ক্রস কান্টি রেস
এ্যাথলেটিক্সের ক্রস কান্টি রেস । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন
ক্রস কান্টি রেস বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থায় বিভিন্ন নিয়মে হয়ে থাকে। এই কারণে এই খেলার কোন ধরাবাধা নিয়ম নেই। তবে এর মোটামুটিভাবে একটি সাধারণ নিয়ম চালু রয়েছে।
(১) ট্রাক বা ফিল্ড মৌসুম শেষ হওয়ার পর সাধারণত ক্র-স কান্টি রেস খেলা শুরু হয়। এটি মূলতঃ শীতকালীন খেলা।
(২) সরু রাস্তা মাঠ, জঙ্গল, ঘাসের জমি উঁচু নিচু জমি, প্রভৃতি হলো এ খেলার পথ ।
(৩) পথ নির্দিষ্ট করার জন্য বাঁ দিকে লাল নিশান ও ডান দিকে সাদা পতাকা পোঁতা থাকে । তবে এই পতাকাগুলি যেন ১২৫ মিটার দূর থেকে দেখা যায় ।
(8) বড় পথে কোন বাধা অর্থাৎ গভীর গর্ত, বড় নালা যেন না থাকে। তবে ছোট ঘাট কৃত্তিম বাধা থাকতে পারে।
(৫) দৌড়ের পথ মাপতে হবে এবং তা খেলার আগেই জানাতে হবে।
(৬) পরিচালক মডলীর চুক্তিতে খেলার যাবতীয় বিবরণ উল্লেখ করা থাকবে। তারাই ব্লাক অব দ্য কোর্স জাজ পয়েন্ট ম্যান অথবা পথ বিচারক নিযুক্ত করবেন ।
(৭) কোন কারণে খেলোয়াড় ভুল পথে চলে গেলে পরবর্তীতে খেলাটি পুনরায় অনুষ্ঠিত হতে পারে।
বয়স সীমা
(ক) সিনিয়র গ্রুপ | ১৮ বছরের বেশি যাদের বয়স |
(খ) জুনিয়র গ্রুপ | ১৮ থেকে ২১ বছর যাদের বয়স |
(গ) কিশোর গ্রুপ | ১৬ থেকে ১৮ বছর যাদের বয়স |
(ঘ) মহিলা গ্রুপ | ১৭ থেকে ১৮ বছর যাদের বয়স |
দূরত্ব
(ক) সিনিয়র গ্রুপ | ৮ কিলোমিটার থেকে ১২ কিলোমিটার |
(খ) জুনিয়র গ্রুপ | ৫ কিলোমিটার থেকে ১০ কিলোমিটারচ |
(গ) কিশোর গ্রুপ | ২ কিলোমিটার থেকে ৫ কিলোমিটার |
(ঘ) মহিলা গ্রুপ | ২ কিলোমিটার থেকে ৫ কিলোমিটার। |
ক্রস কান্টি রেসে পথে টিফিন সরবরাহ করা যাবে না।
আরও দেখুনঃ