ক্রিকেটের বল । ক্রিকেট খেলার ৫ নম্বর আইন । খেলাধুলার আইন

ক্রিকেটের বল । ক্রিকেট খেলার ৫ নম্বর আইন । খেলাধুলার আইন

 

ক্রিকেটের বল । ক্রিকেট খেলার ৫ নম্বর আইন । খেলাধুলার আইন

 

ক্রিকেটের বল । ক্রিকেট খেলার পাঁচ নম্বর আইন । খেলাধুলার আইন

১। ওজন ও মাপ

নতুন বলের ওজন ৫১%, / ১৫৫.৯ গ্রামের কম ও ৫, আউন্স/১৬৩ গ্রামের বেশি হবে না, এবং পরিধির চাপ ৮১৩১৬ ইঞ্চি/ ২২.৪ সেমির কম ও ৯ ইঞ্চি/২২.৯ সেমির বেশি হবে না।

২। বলের অনুমোদন

ম্যাচ শুরু হবার আগে যে বলগুলি ম্যাচে ব্যবহার করা হবে, সেই সব আম্পায়ার ও অধিনায়কদের দ্বারাই অনুমোদিত হতে হবে।

 

ক্রিকেটের বল । ক্রিকেট খেলার ৫ নম্বর আইন । খেলাধুলার আইন

 

৩। নতুন বল

টসের আগে যদি এই প্রসঙ্গে কোন বিপরীত চুক্তি থাকে তবে যে কোন অধিনায়ক প্রত্যেক ইনিংস শুরু হবার আগেই একটি নতুন চাইতে পারেন ।

৪ । তিন বা ততোধিক দিনব্যাপী ম্যাচে নতুন বল

কোন একটি দিন বা ততোধিক দিনব্যাপী ম্যাচে যখন পুরনো বল দিয়ে নির্দিষ্ট সংখ্যক ওভার বল করা হয়ে গেছে, তখন ফিল্ডিং দলের অধিনায়ক একটি নতুন বল চাইতে পারেন । কোন দেশের ক্রিকেটের গভর্নিং বডি সেই দেশের ওভারের সংখ্যা কত প্রযোজ্য হবে তা নির্ধারণ করে দেবেন। এবং তা যেন ৭৫টি ৬ বলের ওভারের কম না হয়। (৫৫টি ৮বলের ওভার)

৫। বল হারিয়ে যাওয়া বা খেলার অনুপযুক্ত হয়ে পড়া

যখন কোন বল খেলা চলার সময় হারিয়ে যায় বা আম্পায়ারদ্বয়ের মতে খেলার অনুপযোগী বলে গন্য হয় তখন আম্পায়াররা সেই বলটি বদল করার অনুমতি দেবেন এবং আম্পায়ারদের মতে যে বলটি ব্যবহার করা হবে সেটা যেন বাতিল বলটির মতোই। জয়া ঘষা হয়। যদি বল বদল করতে হয় তবে আম্পায়াররা ব্যাটসম্যানদের তা জানিয়ে দেবেন ।

 

ক্রিকেটের বল । ক্রিকেট খেলার ৫ নম্বর আইন । খেলাধুলার আইন

 

টীকা

নির্দিষ্টকরণ

উপরোক্ত ১নং ধারার বর্ণনা কেবলমাত্র উচ্চমানের বলের বেলায় প্রয়োগ করা যাবে । নিম্নলিখিত সীমার পরিমাপ অপরাপর মানের বলের জন্য গ্রহণীয় হবেঃ

(১) পুরুষের মানঃ ২-৪

ওজনঃ- ৫৫/১৬ আউন্স/১৫০ গ্রাম থেকে ৫৩/১৬ আউন্স/১৬৫ গ্রাম মাপঃ- ৮১১/১৬ ইঞ্চি/২২.০ সেমি থেকে ৯১১৬ ইঞ্চি/২৩.০সেমি ।

(২) মহিলাদের মানঃ

ওজনঃ-৪১৫/৫৬ আউন্স/১৪০ গ্রাম থেকে ৫৫/১৬ আউন্স/১৫০গ্রাম মাপঃ- ৮১/৪ ইঞ্চি/২১.০ সেমি থেকে ৮ ইঞ্চি/২২.৫ সেমি

(৩) কনিষ্ঠঃ

ওজনঃ- ৪৫/১৬ আউন্স/১৩৩ গ্রাম থেকে ৫/১৬ আউন্স/১৪৩ গ্রাম মাপঃ-৮১/১৬ ইঞ্চি/২০.৫ সেমি থেকে ৮১১১৬ ইঞ্চি/২২.০ সেমি।

 

 

ক্রিকেটের বল । ক্রিকেট খেলার পাঁচ নম্বর আইন । খেলাধুলার আইন
ক্রিকেটের বল । ক্রিকেট খেলার ৫ নম্বর আইন । খেলাধুলার আইন

জ্ঞাতব্য বিষয়

এই আইনে বলা আছে যে কোন অধিনায়ক একটা ইনিংস শুরু হবার প্রথমেই নতুন বল ব্যবহারের জন্য চাইতে পারেন। তবে যদি অধিনায়কদ্বয়ের মধ্যে অন্য কোন চুক্তি হয়ে থাকে, তবে সে আলাদা ব্যাপার। টসে জয়ী অধিনায়কের পক্ষে নতুন বল সুবিধাজনক। আবার যে টীমে পেস বোলার আছে, সেই অধিনায়কের পক্ষে তা আরো ভাল।

এখন আইন অনুযায়ী ফিল্ডিং দল ৭৫ ওভার বল করা শেষ হবার পরই আর একটা নতুন বল চাইতে পারেন। ক্রিকেটের সমস্ত স্তরেই কর্তৃপক্ষ যারা টুর্ণামেন্ট চালাচ্ছেন, তাদের উচিত যেন খেলার বলটি বদলাবার জন্য কয়েকটি পুরনো বল পরিবর্ত হিসাবে রেখে দেন। এই বলগুলি যেন আগেকার বলের মত ক্ষয় ও ক্ষতি হয়ে থাকে। এমন কি যতদূর সম্ভব যত ওভার আগের বলে খেলা হয়েছে তত ওভারের খেলা বল মনোনয়ন করা উচিত হবে ।

বিঃ দ্রঃ বলের জন যে ৫১%, আউন্স এবং ৫৩%, আউন্সের মধে থাকবে তা সিদ্ধান্ত নেয়া হয় ১৭৭৪ সালে বলের আয়তন ৮১৩১৬ থেকে ৯ ইঞ্চি ঠিক হয় ১৯২৭ সালে। ১৯৪৬ সালে ২০০ রানের নিয়ম বাতিল করে ৫৫ ওভার বল করার পর নতুন বল। নেবার নিয়ম চালু হয়। কারণ দেখা গেছে বাটিং দল ২০০ রান করতে অনেক ক্ষেত্রে চান না, তাতে ফিল্ডিং দল আপত্তি করেন।

আরও দেখুনঃ

Leave a Comment