ক্রিকেটের স্টাম্পড আউট । ক্রিকেট খেলার ৩৯ নম্বর আইন । খেলাধুলার আইন

ক্রিকেটের স্টাম্পড আউট । ক্রিকেট খেলার ৩৯ নম্বর আইন । খেলাধুলার আইন

 

ক্রিকেটের স্টাম্পড আউট । ক্রিকেট খেলার ৩৯ নম্বর আইন । খেলাধুলার আইন

 

ক্রিকেটের স্টাম্পড আউট । ক্রিকেট খেলার ৩৯ নম্বর আইন । খেলাধুলার আইন

১। আউট স্টাম্পড

নো বল নয় এমন একটি বল খেলার জন্য গ্রহণ করার সময় রান নিতে চেষ্টা না করে, স্ট্রাইকার যদি তিনি আউট অফ হিজ গ্রাউন্ড হন এবং উইকেটরক্ষক কেন ফিল্ডসম্যানের বিনা হস্তক্ষেপে সেই উইকেট ভেঙ্গে দেন তবে স্ট্রাইকার স্টাম্পড আউট হবেন।

 

ক্রিকেটের স্টাম্পড আউট । ক্রিকেট খেলার ৩৯ নম্বর আইন । খেলাধুলার আইন
এই আইনে স্ট্রাইকার স্টাম্পড আউট হয়েছেন। কারণ তাঁর পা ঘটনার সময় ঠিক পপিং ক্রীজের ওপর অবস্থিত, ভিতরে নয়

 

২। উইকেটরক্ষকের কাজ

উইকেটরক্ষক স্ট্রাইকারকে স্টাম্প করার জন্য বলটি যখন উইকেটের সামনে তখনই ধরতে পারেন যদি সেটি শুধুমাত্র স্ট্রাইকারের ব্যাটে বা দেহে স্পর্শ করে থাকে।

টীকা

উইকেটরক্ষকের দেহ থেকে প্রতিহত হয়ে আসা বল

উপরোক্ত ১ নং ধারা অনুযায়ী যদি কোন বল উইকেটরক্ষকের দেহে বা সাজসরঞ্জামে প্রতিহত হয়ে এসে উইকেট ভেঙ্গে দেয় বা উইকেটরক্ষক লাগি মেরে বা খুঁড়ে উইকেটে মারেন তবে স্ট্রাইকার স্টাম্পড আউট হবেন।

 

ক্রিকেটের স্টাম্পড আউট । ক্রিকেট খেলার ৩৯ নম্বর আইন । খেলাধুলার আইন

 

জ্ঞাতব্য বিষয়

একজন স্ট্রাইকার নো বলে স্টাম্পড আউট হবেন না, তবে তিনি যদি নো বলে কোন রান নেবার চেষ্টা করেন, তাহলে রান আউট হবেন। স্ট্রাইকার প্রান্তের আম্পায়ার যদি একজন স্ট্রাইকার “আউট অফ হিজ গ্রাউন্ড” হন তবে স্ট্রাইকারকে তিনি স্টাম্পড আউট বলে ঘোষণা করতে পারেন। অবশ্য যদি একটি সংগত বলে এবং ঠিক খেলার জন্য সেটি গ্রহণ করার সময় ঘটে থাকে।

আবার যখন স্ট্রাইকার একটি সংগত বলে আউট অফ হিজ গ্রাউন্ড হয়েছেন এবং রান নেবার চেষ্টা করছেন তখন উইকেটরক্ষক বা কোন ফিল্ডার সরাসরি তাকে রান আউট করতে পারেন এই আইনটি ও আইন নং ৩৮ (রান আউট) এই দুটির প্রত্যেক প্রয়োজনীয় উপধারাগুলি ভাল করে পড়া উচিত। এছাড়া আম্পায়ার কোন সংগত বলে স্ট্রাইকার যখন আউট অফ হিজ গ্রাউন্ড হন এবং ফিল্ডারের দ্বারা উইকেটরক্ষক বা কোন ফিল্ডার যদি তাঁর উইকেট সরাসরি তখন ভেঙ্গে দেন তাহলে তাকে রান আউট বলে গণ্য করবেন।

বহু ঘটনা আছে যেখানে স্ট্রাইকার প্রান্তের আম্পায়ারকে মুহূর্তের মধ্যে ব্যাটসম্যান রান আউট হয়েছেন না স্টাম্পড আউট হয়েছেন তার সূক্ষ্ম বিচার করে সিদ্ধান্ত দিতে হয়। অতীতে একজন স্ট্রাইকার একটি বল খেলতে গিয়ে যদি ব্যাটে স্লিক করতেন ও উইকেটরক্ষক সেটি ধরে, ব্যাটসম্যান আউট অফ হিজ গ্রাউন্ড দেখে তার উইকেট সেই মুহূর্তে ভেঙ্গে দিতেন তখন তিনি রান আউট বলে গণ্য হতেন, কিন্তু এখন তা স্টাম্পড আউট হবে। এই সব সিদ্ধান্তে উইকেটরক্ষকের ভূমিকাকে বিচার করা সব সময়েই স্ট্রাইকার প্রান্তের আম্পায়ারের লক্ষ্য রাখা প্রয়োজন আছে।

 

ক্রিকেটের স্টাম্পড আউট । ক্রিকেট খেলার ৩৯ নম্বর আইন । খেলাধুলার আইন
ট্রাইকার বলটি খেলার পর বলটি উইকেটরক্ষকের পায়ে লেগে ছিটকে এসে উইকেট ভেঙ্গে দিয়েছে তখন স্ট্রাইকার স্টাম্পড আউট হবেন। কারণ তাঁর পিছনের পায়ের সামনেটা পপিং ক্রীজের বাইরে ও গোড়ালিটা মাটির থেকে উঠে আছে।

 

ব্যাটসম্যান পপিং ক্রীজের বাইরে থাকলে যে কোন সময়ে বলের মেয়াদ থাকাকালীন যে কোন ফিল্ডারের দ্বারা স্পর্শ করার বা ধরার পর উইকেটরক্ষ ব্যাটসম্যানের উইকেট ভেঙ্গে নিলে ব্যাটসম্যান স্টাম্পড আউট না হয়ে রান আউট হবেন। তবে নো বলে ব্যাটসম্যান যদি নিজেই রান নেবার চেষ্টা করেন তখন উইকেটরক্ষক সরাসরি তাঁকে কোন ফিল্ডারের সাহায্য না নিয়েই রান আউট করতে পারেন।

উইকেটরক্ষক কেবল যখন স্ট্রাইকার ব্যাট দিয়ে খেলেন বা দেহের দ্বারা স্পর্শ করেন তখনই স্টাম্পের সামনে এসে বলটি ধরে স্টাম্পড আউট করতে পারেন। স্ট্রাইকার কোন ক্ষেত্রে স্টাম্পড আউট বা রান হয়েছেন তা স্কোরারকে আম্পায়ারের ভাল করে বুঝিয়ে দেয়া উচিত, যাতে তিনি শুদ্ধভাবে স্কোরে লিপিবদ্ধ করতে পারেন। উইকেটরক্ষর বলটি ক্যাচ করেছেন না স্ট্রাইকারকে স্টাম্পড করেছেন অনেক সময় তাও স্কোরারের বুঝতে ভুল হয় ।

 

ক্রিকেটের স্টাম্পড আউট । ক্রিকেট খেলার ৩৯ নম্বর আইন । খেলাধুলার আইন

 

কোন কোন ক্ষেত্রে দেখা যায় একজন উইকেটরক্ষক তাড়াতাড়ি স্টাম্পড করতে গিয়ে গ্লাভস থেকে বল পড়ে যাবার মহূর্তে স্ট্রাইকারকে পপিং ক্রীজের বাইরে থাকতে দেখে কোন রকমের বেল ফেলে দেবার চেষ্টা করেন। সেই সময়ে স্ট্রাইকার প্রান্তের আম্পায়ারকে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বিচার করতে হবে। কারণ ঠিক সেই অবস্থার সময় উইকেটরক্ষকের হাতে বল নাও থাকতে পারে। এও হতে পারে যে তিনি এক হাতে বল ধরেছেন ও অন্য হাতে বেল ফেলে দিয়েছেন।

একটি বল স্ট্রাইকার খেলতে গিয়ে অসমর্থ হলে, সেটি যদি উইকেটরক্ষকের দেহে বা প্যাডে লাগে এবং প্রতিহত হয়ে উইকেট ভেঙে দেয় তবে স্ট্রাইকার স্টাম্পড আউট হবেন, যদি তিনি ক্রীজের বাইরে থাকেন।

আরও দেখুনঃ

Leave a Comment