ক্রিকেট খেলার ব্যাট । ক্রিকেট খেলার ৬ নম্বর আইন । খেলাধুলার আইন

ক্রিকেট খেলার ব্যাট । ক্রিকেট খেলার ৬ নম্বর আইন । খেলাধুলার আইন

 

ক্রিকেট খেলার ব্যাট । ক্রিকেট খেলার ৬ নম্বর আইন । খেলাধুলার আইন

 

ক্রিকেট খেলার ব্যাট । ক্রিকেট খেলার ৬ নম্বর আইন । খেলাধুলার আইন

১। প্রস্থ এবং দৈর্ঘ্য

ব্যাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি/ ৯৬.৫ সেমির বেশি হবে না, ব্যাটের ব্লেড কাঠের তৈরি হবে এবং সবচেয়ে চওড়া অংশটি ৪১ ইঞ্চি / ১০.৮ সেমির বেশি হবে না ।

টীকা

ব্যাটের ব্লেডটি রক্ষা বা শক্ত করা বা মেরামতের জন্য কোন উপকরণ দিয়ে ঢাকা দেয়া যাবে। ঐ উপকরণ যেন ১/১৬ ইঞ্চি / ১.৫৬ মিলিমিটারের বেশি পুরু না হয়।

 

ক্রিকেট খেলার ব্যাট । ক্রিকেট খেলার ৬ নম্বর আইন । খেলাধুলার আইন

 

জ্ঞাতব্য বিষয়

এই আইনটিতে ব্যাটের বর্ণনা, গঠন ও তার নির্দিষ্টকরণ কি রকম হবে তা বলা হয়েছে। এবং তার দৈর্ঘ ও প্রস্থ সম্পর্কেও বলা হয়েছে। ব্যাট প্রস্তুত করা এখন আর কোন অসুবিধা বোধ করে না। কারণ তারা নির্দিষ্ট মাপ অনুযায়ী ব্যাট তৈরি করেন।

অবশ্য কেবল ব্যাটের দৈর্ঘ ও প্রস্থ মোটামুটি বলা আছে। ব্যাটসম্যানরা নিজের সুবিধা অনুযায়ী লম্বা বা ছোট হ্যান্ডেল ব্যবহার করেন। কিন্তু বলের মত ব্যাটের ক্ষেত্রে কোনও ওজন বা আকৃতি কিছুই নির্দিষ্ট করে দেয়া নেই। তবে মোটামুটি বলা আছে যে ব্যাট লম্বায় ৩৮ ইঞ্চির বেশি ওজনে ২ পাউন্ড ৩ আউন্সের বেশি হবে না। ব্যাটের প্রস্থ যেন সর্বাধিক ৪ ইঞ্চির বেশি না হয়।

ক্রিকেট খেলার ব্যাট । ক্রিকেট খেলার ৬ নম্বর আইন । খেলাধুলার আইন

 

আম্পায়াররা খুব চওড়া ব্যাট দেখলে কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ জানাবেন। ক্রিকেট ব্যাট ভাল কাঠের দ্বারা তৈরি হয়ে থাকে এবং অনেকদিন ধরে ‘সজন’ করা হয় আমাদের দেশে উত্তরাঞ্চলে এই সব ব্যাট ভাল ভাবে তৈরি হয় ও বিদেশেও রপ্তানী হয়ে থাকে। আজকাল কোন কোন ব্যাটের উপর একটি প্লাস্তিক বা অনুরূপ বস্তুর আচ্ছাদন দ্বারা ঢাকা থাকে এবং তা ব্যাটকে ক্ষয় থেকে রক্ষা করে। এই বস্তুর অবস্থানের ঘনত্ব যেন ১১৬ ইঞ্চির বেশি না হয়।

আরও দেখুনঃ

Leave a Comment