দাবার চাল দেয়া । দাবা খেলার ৩ নম্বর আইন । খেলাধুলার আইন 

দাবার চাল দেয়াঃ দাবা মূলত রাজার খেলা বা রাজায় রাজায় যুদ্ধের খেলা। এই খেলা হয়ে থাকে দুই দলের রাজার মধ্যে। এক রাজাকে কিস্তি দেয়া বা আক্রমণ করাই অন্য রাজার উদ্দেশ্য। অনেক স্থানে এই খেলাকে ‘কিস্তিমাত” খেলাও বলা হয়। যে কোন উপায়ে। রাজাকে বন্দি করাই হলো দাবা খেলার মূল লক্ষ্য। খেলতে খেলতে যে দলের রাজা কিস্তির ফাঁদে আটকা পড়ে যান বা বন্দি হয়ে যান সেই রাজার দল পরাজিত হয়। একদলের দান অন্য দল কিভাবে এড়িয়ে চলবেন, কিভাবে ফাঁদ তৈরি করে অন্যের ফাঁদ থেকে নিজের রাজাকে মুক্ত করবেন এই চিন্তা থাকে দাবা খেলোয়াড়ের মাথায়।

 

দাবার চাল দেয়া । দাবা খেলার ৩ নম্বর আইন । খেলাধুলার আইন 

 

দাবার চাল দেয়া । দাবা খেলার ৩ নম্বর আইন । খেলাধুলার আইন

১. শাদা খুঁটি নিয়ে যে খেলোয়াড় খেলছেন, প্রথম চালটি দিয়ে তিনিই খেলার। সূচনা করবেন । এরপর পালাক্রমে মাত্র একটি করে চাল দিয়ে খেলাকে এগিয়ে নিয়ে যাবেন।

 

দাবার চাল দেয়া । দাবা খেলার ৩ নম্বর আইন । খেলাধুলার আইন 

 

২. প্রতিপক্ষের চাল শেষ হবার পর যখন একজন খেলোয়াড়ের চাল দেবার পালা আসে, তখন তার চাল ( have the move) বলা হয়। মনে করা যাক, কোন একটি খেলায় শাদা খুঁটি নিয়ে যে খেলোয়াড় খেলছেন তার চাল দেয়া শেষ হয়েছে। স্বাভাবিকভাবেই এ অবস্থায় চাল দেবার কথা কালো খুঁটি নিয়ে খেলছেন যে খেলোয়াড়, তারই । এ অবস্থাকেই “কালোর চাল” দেবার পালা বলা হয়। অনুরূপভাবে শাদার ক্ষেত্রও তাই হবে।

 

উসমান খাজার কোনো আক্ষেপ নেই

 

আরও দেখুনঃ

Leave a Comment