দাবার দাবাছক । দাবা খেলার ১ নম্বর আইন । খেলাধুলার আইন 

আজকে আমরা দাবার দাবাছক সম্পর্কে জানব। দাবা দুজনের খেলা। এ খেলায় একজন অপরজনের প্রতিদ্বন্দ্বি । দাবাছক (chess board) নামে পরিচিত একটি বর্গাকার ছকের ওপর সাজানো কতকগুলো খুঁটি চালিয়ে খেলোয়াড়দ্বয় দাবাযুদ্ধে অবতীর্ণ হন ।

 

দাবার দাবাছক । দাবা খেলার ১ নম্বর আইন । খেলাধুলার আইন 

 

দাবার দাবাছক । দাবা খেলার ১ নম্বর আইন । খেলাধুলার আইন

১. দাবাছক ৬৪ টি সমআকৃতি বর্গক্ষেত্র নিয়ে গঠিত হয়। ছকের ক্ষেত্রগুলি হাল্কা (সাদা রং বিশিষ্ট) এবং গাঢ় কলো রং বিশিষ্ট রং দিয়ে পরিবর্তভাবে (alter: nately) বা একের পর এক ধারাক্রমে সজ্জিত থাকে।

২.খেলার সময় দাবাছক প্রতিদ্বন্দ্বি খেলোয়াড়দ্বয়ের মাঝখানে এমনভাবে বসাতে হবে যাতে দাবাছকের কোণের সাদা ঘর প্রতি খেলোয়াড়ের ডানদিকে অবস্থান করে।

 

দাবার দাবাছক । দাবা খেলার ১ নম্বর আইন । খেলাধুলার আইন 

 

৩.দাবাছকে ভূমির উপর লম্বালম্বিভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত বর্গাকার ক্ষেত্রগুলিকে সারি (file) বলে। ছকের উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত সারির সংখ্যা ৮ টি।

৪.দাবাছকে ভূমির সঙ্গে সমান্তরালভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত বর্গকার ক্ষেত্রগুলিকে ধাপ (rank) বলা হয়। ছকে এ ধরণের ধাপের সংখ্যা ৮ টি।

 

উসমান খাজার কোনো আক্ষেপ নেই

 

৫.দাবাছকে কোণাকোণিভাবে প্রান্তস্পর্শি অবস্থায় অবস্থিত একই রং বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রগুলিকে কর্ণ (diagonal) বলে ।

আরও দেখুনঃ

Leave a Comment