Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

দাবার দাবাছক । দাবা খেলার ১ নম্বর আইন । খেলাধুলার আইন 

দাবার দাবাছক

আজকে আমরা দাবার দাবাছক সম্পর্কে জানব। দাবা দুজনের খেলা। এ খেলায় একজন অপরজনের প্রতিদ্বন্দ্বি । দাবাছক (chess board) নামে পরিচিত একটি বর্গাকার ছকের ওপর সাজানো কতকগুলো খুঁটি চালিয়ে খেলোয়াড়দ্বয় দাবাযুদ্ধে অবতীর্ণ হন ।

 

 

দাবার দাবাছক । দাবা খেলার ১ নম্বর আইন । খেলাধুলার আইন

১. দাবাছক ৬৪ টি সমআকৃতি বর্গক্ষেত্র নিয়ে গঠিত হয়। ছকের ক্ষেত্রগুলি হাল্কা (সাদা রং বিশিষ্ট) এবং গাঢ় কলো রং বিশিষ্ট রং দিয়ে পরিবর্তভাবে (alter: nately) বা একের পর এক ধারাক্রমে সজ্জিত থাকে।

২.খেলার সময় দাবাছক প্রতিদ্বন্দ্বি খেলোয়াড়দ্বয়ের মাঝখানে এমনভাবে বসাতে হবে যাতে দাবাছকের কোণের সাদা ঘর প্রতি খেলোয়াড়ের ডানদিকে অবস্থান করে।

 

 

৩.দাবাছকে ভূমির উপর লম্বালম্বিভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত বর্গাকার ক্ষেত্রগুলিকে সারি (file) বলে। ছকের উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত সারির সংখ্যা ৮ টি।

৪.দাবাছকে ভূমির সঙ্গে সমান্তরালভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত বর্গকার ক্ষেত্রগুলিকে ধাপ (rank) বলা হয়। ছকে এ ধরণের ধাপের সংখ্যা ৮ টি।

 

 

৫.দাবাছকে কোণাকোণিভাবে প্রান্তস্পর্শি অবস্থায় অবস্থিত একই রং বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রগুলিকে কর্ণ (diagonal) বলে ।

আরও দেখুনঃ

Exit mobile version