Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

হ্যান্ডবলের পেনাল্টি থ্রো । হ্যান্ডবল খেলার চৌদ্দ নম্বর আইন । খেলাধুলার আইন

হ্যান্ডবলের পেনাল্টি থ্রো । হ্যান্ডবল খেলার চৌদ্দ নম্বর আইন

 

 

হ্যান্ডবলের পেনাল্টি থ্রো । হ্যান্ডবল খেলার চৌদ্দ নম্বর আইন । খেলাধুলার আইন

১. নিম্নলিখিত কারণে পেনাল্টি থ্রোর নির্দেশ দেয়া হবে :

(ক) মাঠের যে কোন স্থানে কোন খেলোয়াড় বা কর্মকর্তা অবৈধভাবে আক্রমণকারী দলের একটি গোলের উজ্জ্বল সম্ভাবনাকে নষ্ট করে দিলে;

(খ) গোল রক্ষক মাঠ থেকে বল নিয়ে গোল-সীমায় প্রবেশ করলে (আইন ৫ ১১-১২);

(গ) যখন রক্ষণভাগের কোন খেলোয়াড় নিজ গোল-সীমায় প্রবেশ করে। বলসহ আক্রমণকারী খেলোয়াড়কে বাধা প্রদান করলে
(ঘ) কোন খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে যদি নিজ গোল-সীমায় গোলরক্ষকের নিকট বলটি ব্যাক-পাস করে এবং গোলরক্ষক বলটি স্পর্শ করে। (আইন ৬.৭ )

(ঙ) একটি নিশ্চিত গোল করার সময় যদি কোন অবৈধ বাঁশির সংকেতে তা নষ্ট হয়।

(চ) কোন অবৈধ ব্যক্তির মাঠে প্রবেশের কারণে যদি কোন নিশ্চিতগ গোল নষ্ট হয় ।

 

 

২. কোর্ট-রেফারির বাঁশির সংকেতের ৩ সেকেন্ডের মধ্যে পেনাল্টি-থ্রো (গোলে নিক্ষেপ) করতে হবে।

৩. পেনাল্টি থ্রো করার সময় বলটি হাত থেকে মুক্ত হওয়ার পূর্বে নিক্ষেপকারী খেলোয়াড় পেনাল্টি-থ্রো লাইন (১ মিটার লম্বা) স্পর্শ কিংবা অতিক্রম করতে পারবে না। (আইন ১৩, ১জ)।

৪. পেনাল্টি গ্রো করার পর বলটি গোল-পোস্ট বা গোলরক্ষক স্পর্শ করার পূর্বে অন্য কোন খেলোয়াড় বলটি খেলতে পারবে না। (আইন ১৩.১জ) ।

৫. পেনাল্টি থ্রো করার সময় একমাত্র বল নিক্ষেপকারী ও বিপক্ষের গোল রক্ষক ছাড়া অন্য সকল খেলোয়াড় ফ্রি-থ্রো রেখার (৯ মিঃ লাইন) বাইরে অবস্থান করবে।

৬. পেনাল্টি-গ্রো করার সময় বলটি হাত থেকে মুক্ত হবার আগে যদি আক্রমনকারী দলের কোন খেলোয়াড় ফ্রি-থ্রো লাইন স্পর্শ যা অতিক্রম করে, তবে রক্ষণভাগ দলকে একটি ফ্রি-থ্রোর সুযোগ দেয়া হবে। (আইন ১৩.১জ)

 

 

৭. পেনাল্টি থ্রো করার সময় রক্ষণভাগ দলের সকল খেলোয়াড় নিক্ষেপকারী থেকে কমপক্ষ ৩মিঃ দূরে (ফ্রি-থ্রো লাইনের বাইরে) অবস্থান করবে।

যদি বলটি হাত থেকে মুক্ত হওয়ার আগে রক্ষণভাগ দলের কোন খেলোয়াড় ফ্রি-থ্রো লাইন স্পর্শ বা অতিক্রম করে অথবা ৭ মিটার লাইনের ৩ মিঃ এর কম দূরত্বে আসে তবে নিম্নলিখিত ধারায় সিদ্ধান্ত দেয়া হবেঃ

(ক) গোলঃ যদি সম্পূর্ণ বলটি গোল-লাইন অতিক্রম করে;ক

(খ) অন্য যে কোন কারণে পুনরায় পেনাল্টি-থ্রো করার সুযোগ দেয়া হবে।

৮. পেনাল্টি-থ্রো নেয়ার সমর বলটি হাত থেকে মুক্ত হবার আগে যদি গোল রক্ষক তার ৪ মিটার লাইন (আইন ১.৬ ও ৫ ১৪) অতিক্রম করে এবং যদি গোল হয় তবে একটি গোল ধরা হবে। গোল না হলে পেনাল্টি-থ্রোটি পুনরায় করার সুযোগ দেয়া হবে ।

 

 

৯. রক্ষণভাগ দলের কোন খেলোয়াড়ের ত্রুটি পূর্ণ (violation) খেলার জন্য পেনাল্টি থ্রো দেয়া যাবে না, যদি ত্রুটির জন্য আক্রমণকারী খেলোয়াড়ের খেলার সুযোগ নষ্ট না হয়। তবে অখেলোয়াড়োচিত আচরণ, অবৈধ বাঁশির সংকেত, অথবা অবৈধ ব্যক্তির মাঠে প্রবেশের কারণে যদি নিশ্চিত গোল নষ্ট হয় তবে পেনাল্টি থ্রো অবশ্যই দিতে হবে। যদি রক্ষণভাগ দলের অবৈধভাবে খেলার পরও আক্রমণকারীর বল বা খেলা ও শরীর সম্পূর্ণ আয়ত্তে থাকে, তবে পেনাল্টি-থ্রো দেয়া যাবে না।

আরও দেখুনঃ

Exit mobile version