Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

হ্যান্ডবল খেলার প্রতিপক্ষের প্রতি আচরণ । হ্যান্ডবল খেলার আট নম্বর আইন । খেলাধুলার আইন

হ্যান্ডবল খেলার প্রতিপক্ষের প্রতি আচরণ

প্রতিপক্ষের প্রতি আচরণ । হ্যান্ডবল খেলার আট নম্বর আইন

 

 

হ্যান্ডবল খেলার প্রতিপক্ষের প্রতি আচরণ । হ্যান্ডবল খেলার আট নম্বর আইন । খেলাধুলার আইন

একজন খেলোয়াড় বৈধভাবে খেলেঃ

১. বলটির উপর অধিকার লাভের জন্য হাত বা বাহু ব্যবহার করলে।

২. বিপক্ষের বলটি খেলার জন্য খোলা হাত বা বাহু ব্যবহার করলে।

৩.শরীরের উপরের অংশ দ্বারা প্রতিপক্ষকে বাধা প্রদান করলে। (প্রতিপক্ষের হাতে বল না থাকা সত্ত্বেও )

 

 

একজন খেলোয়াড় অবৈধভাবে খেলেঃ

৪. বাহু, হাত অথবা পা দ্বারা আঘাত করে (obstruct) প্রতিপক্ষকে বাধা প্রদান করলে।

৫. জোরপূর্বক প্রতিপক্ষকে গোল-সীমায় প্রবেশ করতে বাধ্য করলে।

৬. প্রতিপক্ষকে হাতের বলে জোরে আঘাত করলে অথবা এক বা উভয় হাতে বল কেড়ে নেয়ার চেষ্টা করলে ।

৭. প্রতিপক্ষের হাতের বলে-মুষ্টিবদ্ধ হাতে আঘাত করলে।

৮. বলটি এমনভাবে খেলা যাতে প্রতিপক্ষের জন্য বিপদজনক অবস্থার সৃষ্টি করে অথবা ফাঁকি দেয়ার নিমিত্তে প্রতিপক্ষের উপর বল ছুঁড়লে।

৯. গোলরক্ষকের জন্য বিপজ্জনক অবস্থার সৃষ্টি করলে।

১০. এক বা উভয় হাতে প্রতিপক্ষকে ধরে রাখা, আটকানো, আঘাত করা, ধাক্কা দেয়া অবৈধ।

 

 

১১. বিপক্ষের উপর দৌড়ে বা লাফিয়ে পড়া, আঘাত করা বা এমন কোনভাবে খেলা বা হুমকি দেয়া যা প্রতিপক্ষের বিপদজনক অবস্থার সৃষ্টি করে।

১২. প্রতিপক্ষের প্রতি আচরণের আইন (আইন ৫.৬, ৮.৪-১১) অমান্য করার শান্তি ফ্রি-থ্রো (১৩.১২) অথবা পেনাল্টি থ্রো, (আইন ১৪১ক, ১৭.১ক)।

১৩. খেলোয়াড়ের প্রতি আচরণ আইন ভঙ্গ করলে এবং যদি রেফারি মনে করেন যে, কোন খেলোয়াড় বলকে খেলার চেষ্টা না করে সরাসরি প্রতিপক্ষকে আক্রমণ করেছে তবে উক্ত খেলোয়াড়কে হুঁশিয়ার করার জন্য হলুদ কার্ড দেখানো হবে, (আইন ১৭.১খ, ১৭ তখ) অখেলোয়াড়োচিত আচরণের জন্যও হলুদ কার্ড দেখানো হবে। (আইন ১৭.ঘ ১৭.৩গ)।

১৪. তবে আইন মারাত্মকভাবে অমান্য করলে খেলোয়াড়কে সরাসরি বহিষ্কার (Disqualify) পর্যন্ত করা যেতে পারে। (আইন ১৭.৫খ, ১৭.৫ঘ)

১৫. কোন খেলোয়াড় মারামারি করলে তাকে মাঠ থেকে চূড়ান্ত বহিষ্কার (Exclusion) করা হবে।

আরও দেখুনঃ

Exit mobile version