ভলিবল খেলার বিপক্ষ সীমানায় প্রবেশ । ভলিবল খেলার সতেরো নম্বর আইন । খেলাধুলার আইন

ভলিবল খেলার বিপক্ষ সীমানায় প্রবেশ । ভলিবল খেলার সতেরো নম্বর আইন

 

বিপক্ষ সীমানায় প্রবেশ । সতেরো নম্বর আইন

 

ভলিবল খেলার বিপক্ষ সীমানায় প্রবেশ । ভলিবল খেলার সতেরো নম্বর আইন । খেলাধুলার আইন

১. প্রতিটি দল নিচের পরিস্থিতি ছাড়া নিজ কোর্ট সীমানায় খেলবে

(ক) ব্লকের সময় কোন খেলোয়াড় প্রতিপক্ষের বাধার কারণ না হয়ে বিপক্ষে সীমানায় হাত উঠিয়ে ব্লক করতে পারবেন ।

(খ) নিজ সীমানায় বলে আঘাতের পর কোন খেলোয়াড়ের হাত যদি প্রতিপক্ষের সীমানায় প্রবেশ করে তবে অপরাধ হবে না।

(গ) সার্ভিস ছাড়া যদি নেটের সাইড (পার্শ্ব) সীমানার বাইরে অথবা নেটের নিচ দিয়ে কোন বল অতিক্রমে উদ্যত হয় তবে স্বপক্ষ খেলোয়াড় সে বল ফিরিয়ে বা দিক পরিবর্তন করতে পারবেন।

২. নেট ছোঁয়া

(ক) নেটের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত বা এ্যানটেনা ছোঁয়া আইনানুগ নয়।

(খ) বলে আঘাত করার পর যে কোন খেলোয়াড় নেটের উপর ৯.৫০ মিটার দৈর্ঘ্য সীমানার বাইরে অবস্থিত দন্ড, রশি বা অন্য কোন বস্তুতে স্পর্শ করতে পারবেন। তবে সে ক্ষেত্রে এ্যাকশন খেলার ধারাকে প্রভাবিত করবে না।

(গ) বলের আঘাতে নেট স্ফীত হয়ে যদি বিপক্ষ দলের খেলোয়াড়দের শরীর স্পর্শ করে তবে অপরাধ হবে না।

 

বিপক্ষ সীমানায় প্রবেশ । সতেরো নম্বর আইন

 

৩. নেটের নিচ দিয়ে অতিক্রম

(ক) কোন খেলোয়াড়ের শরীরের যে কোন অংশ নেটের নিচু দিয়ে বিপক্ষের সীমানায় প্রবেশ করতে পারে তবে প্রবেশকারী খেলোয়াড়ের শরীর বিপক্ষের কোন খেলোয়াড়ের শরীরের সাথে স্পর্শ করবে না বা বাধার সৃষ্টি করবে না।

(খ) ১৭.৪ (খ) ধারায় বর্ণিত পরিস্থিতি ছাড়া বিপক্ষের সীমানায় প্রবেশ করা অপরাধ।

৪. প্রতিপক্ষের কোর্ট স্পর্শ

(ক) পা বা গায়ের অংশ বিশেষ ছাড়া শরীরের অন্য কোন অংশ দ্বারা সেন্টার লাইন পেরিয়ে বিপক্ষ সীমানার স্পর্শ করা অপরাধ

(খ) কোন খেলোয়াড়ের পদদ্বয় অথবা অংশ বিশেষ সেন্টার লাইন অতিক্রম করে বিপক্ষ সীমায় প্রবেশ করতে পারে যদি সে ক্ষেত্রে অতিক্রান্ত পা বা পদদ্বয় সেন্টার লাইনের সাথে যোগসূত্র রক্ষা করে।

(গ) কোন খেলোয়াড় বিপক্ষের ফ্রি জোন স্পর্শ করতে পারে তবে তাতে যদি প্রতিপক্ষের খেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ।

(ঘ) রেফারি খেলার শেষে বাঁশি বাজানোর পর যে কোন খেলোয়াড় বিপক্ষ সীমানায় ঢুকতে পারবেন।

 

 

উসমান খাজার কোনো আক্ষেপ নেই

 

৫. অতিক্রম ত্রুটি

নিচে বর্ণিত পরিস্থিতিতে অতিক্রম ত্রুটি অপরাধ হবে :

(ক) বিপক্ষ দলের আক্রমণের সময় বা আগে বিপক্ষ সীমায় বল স্পর্শ করলে ।

(খ) বিপক্ষ সীমানায় বল স্পর্শ করে প্রতিপক্ষকে বাধা দিলে

(গ) নেটের নিচে দিয়ে সেন্টার লাইন অতিক্রম করে বিপক্ষ খেলোয়াড়ের শরীর স্পর্শ করলে বা বাধা দিলে ।

(ঘ) খেলা চলাকালে বিপক্ষের সীমানায় প্রবেশ করলে।

(ঙ) ১৭.২ (গ) আইনের পরিস্থিতি ছাড়া নেট বা এ্যানটেনা স্পর্শ করলে ।

আরও দেখুনঃ

Leave a Comment