Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

ভলিবলের অপরাধ এবং শাস্তি । ভলিবল খেলার বিশ নম্বর আইন । খেলাধুলার আইন

ভলিবলের অপরাধ এবং শাস্তি

ভলিবলের অপরাধ এবং শাস্তি । ভলিবল খেলার বিশ নম্বর আইন

 

 

ভলিবলের অপরাধ এবং শাস্তি । ভলিবল খেলার বিশ নম্বর আইন । খেলাধুলার আইন

খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়েরা খেলার আইন ভঙ্গ করে অপরাধ করতে পারেন। রেফারিদ্বয় সেই অপরাধের মাত্রা বিচার করে নিচে বর্ণিত নিয়মের মাধ্যমে শাস্তি বিধান করবেন ।

১. খেলার মধ্যে ত্রুটি

খেলোয়াড় এককভাবে অথবা দলগতভাবে খেলার আইন ভঙ্গ করে অপরাধ করতে পারেন নিম্নোক্ত উপায়েঃ

(ক) সঠিকভাবে বিপক্ষের কোর্টে বল না পাঠিয়ে।

(খ) আইন পরিপন্থী কোন এ্যাকশন বা কাজ করে।

২. অপরাধের পরিণাম

(ক) অপরাধের জন্য সবসময় শাস্তির ব্যবস্থা করতে হবে।

(খ) অবস্থা দৃষ্টে যে দল অপরাধ করবে তার বিপক্ষ দল হয় এক পয়েন্ট পাবে অথবা সার্ভিস করার অধিকার পাবে। (আইন ১৪.৩ (ঘ) দেখুন)।

(গ) যদি উভয় দল একই সাথে অপরাধ করে তবে কেউ শাস্তি পাবে না। পুনরায় সার্ভিস করা হবে।

 

 

৩. অসদাচরণ

কর্মকর্তা, প্রতিপক্ষ দল, স্বপক্ষের খেলোয়াড় এবং দর্শকের প্রতি কোন খেলোয়াড় অসদাচরণ করলে নিম্ন বর্ণিত আঙ্গিকে শান্তিযোগ্য।

(ক) কোন খেলোয়াড় অযথা খেলা বিলম্বিত করলে, অননুমোদিতভাবে উপদেশ দিলে, চিৎকার করলে, বিপক্ষ দলকে রাগালে, রেফারি ও কর্মকর্তাদের সাথে তক করলে তাকে অখেলোয়াড়ী আচরণের জন্য শাস্তি দেয়া হবে ।

(খ) কোন খেলোয়াড়ের আচরণের প্রকাশ ভঙ্গি যদি রেফারি কর্মকর্তা, বিপক্ষ দল ও দর্শকের কাছে অবমাননাকর মনে হয় তবে তিনি রুঢ় আচণের জন্য শাস্তি পাবেন।

(গ) কোন খেলোয়াড় রেফারি, বিপক্ষ দল, কর্মকর্তা ও দর্শকের সাথে আক্রমণাত্মক আচরণ করলে তা আক্রমনাত্মক আচরণ অপরাধে শাস্তিযোগ্য ।

(ঘ) কোন খেলোয়াড় রেফারি, কর্মকর্তা, বিপক্ষ দল বা দর্শকের উপর আক্রমণ করলে তবে তিনি শান্তি পাবেন।

 

 

৪. অপরাধের শাস্তি

কোন অপরাধে শাস্তির মাত্রা কি হবে তা নির্ভর করবে অপরাধের গুরুত্বের উপর। তা ঠিক করবেন প্রথম রেফারি। তবে তা নিচে বর্ণিত উপায়ে ব্যবস্থা দেয়া হবেঃ

(ক) অখেলোয়াড় সুলভ আচরণের জন্য রেফারি ঐ খেলোয়াড়কে একই সেটে পুনরায় একই অপরাধ না করার জন্য সতর্ক করে দেবেন।

(খ) রুঢ় ব্যবহার অপরাধে অভিযুক্ত একটি পয়েন্ট অথবা একটি সার্ভিস হারাবে। এবং কর আচরণ ক্ষোরশীটে লেখা হবে।

(গ) আক্রমণাত্মক আচরণে অভিযুক্ত খেলোয়াড় বা দল বহিষ্কৃত হবে এবং সেই সেটের বাকি সময় খেলায় অংশ নিতে পারবে না।

(ঘ) চড়াও হবার মত গুরুতর অপরাধে অভিযুক্ত খেলোয়াড় বা দল বহিষ্কৃত হবে এবং খেলার বাকি সময় আর খেলতে পারবে না।

 

 

বিভিন্ন অপরাধের শাস্তির ছক

অপরাধ  বার শাস্তি কার্ড পরিণাম
অখেলোয়াড়ী
সুলভ আচরণ
প্রথম সতর্ক করা হলুদ ভবিষ্যতে বিরত থাকতে বলা।
দ্বিতীয় শাস্তি লাল বিপক্ষ পয়েন্ট বা সার্ভিস পাবে।
প্রথম শাস্তি লাল বিপক্ষ দল পয়েন্ট বা সার্ভিস পাবে
বাকি সময়ের জন্য কোর্ট ত্যাগ
দ্বিতীয় বহিষ্কার হলুদ+লাল (একত্রে) বিপক্ষ দল পয়েন্ট বা সার্ভিস পাবে
বাকি সময়ের জন্য কোর্ট ত্যাগ
প্রথম বহিষ্কার হলুদ+লাল সেটের বাকি সময়ের জন্য বহিষ্কার
দ্বিতীয় অযোগ্য হলুদ+লাল (একত্রে) সেটের বাকি সময়ের জন্য বহিষ্কার
প্রথম হলুদ+লাল হলুদ+লাল (পৃথকভাবে) খেলার বাকি সময়ের জন্য বহিষ্কার

 

আরও দেখুনঃ

Exit mobile version