ভলিবল খেলার ফলাফল । ভলিবল খেলার তেরো নম্বর আইন । খেলাধুলার আইন

ভলিবল খেলার ফলাফল । ভলিবল খেলার তেরো নম্বর আইন

 

ভলিবল খেলার ফলাফল । ভলিবল খেলার তেরো নম্বর আইন । খেলাধুলার আইন

 

ভলিবল খেলার ফলাফল । ভলিবল খেলার তেরো নম্বর আইন । খেলাধুলার আইন

১. পয়েন্ট সংগ্রহের পদ্ধতি

যে দল সার্ভিস করবে সেই দল যদি বলটির র‍্যালীর সমাপ্তি নিজেদের পক্ষে রাখতে পারে তবে একটি পয়েন্ট লাভ করবে। আর বলের র‍্যালীর সমাপ্তি যদি বিপক্ষের পক্ষে যায় তবে সার্ভিসের দিক পরিবর্তন হবে।

সেট বিজয় পদ্ধতি

(ক) অন্ততঃ দুই পয়েন্ট ব্যবধানে বিপক্ষ দলকে পিছনে রেখে যে দল প্রথম ১৫ পয়েন্ট সংগ্রহ করবে সেই দল সেই সেটে জয়ী হবে। পয়েন্ট যদি ১৪-১৪ সমান হয়। তবে যে কোন একটি দলকে পরের দুই পয়েন্টে এগিয়ে থেকে সেট জিততে হবে। যতক্ষণ ২ পয়েন্ট ব্যবধানে জয় না হবে ততক্ষণ খেলা চলতে থাকবে।

(খ) খেলার মাঝ সময়ে রেফারি যদি কোন দলকে অসম্পূর্ণ বা অযোগ্য ঘোষণা করেন তবে জয়ের জন্য বিপক্ষ দলের প্রয়োজনীয় পয়েন্ট তিনি অনুমোদন করবেন, তবে অযোগ্য ঘোষিত দলের পয়েন্ট অপরিবর্তিত থাকবে।

 

ভলিবল খেলার ফলাফল । ভলিবল খেলার তেরো নম্বর আইন । খেলাধুলার আইন

 

২. ম্যাচ বিজয় পদ্ধতি

(ক) ১৩.২ আইন মোতাবেক যে দল তিনটি সেটে বিজয়ী হবে সে দলকে ম্যাচ বিজয়ী ঘোষণা করা হবে।

(খ) একটি ম্যাচের অবশিষ্ট সময়ের জন্য কোন দল অসম্পূর্ণ বা অযোগ্য ঘোষিত হলে বিপক্ষ দল জয়ের জন্য প্রয়োজনীয় পয়েন্ট ও সেটের এ্যাডভানটেজ পাবে। তবে অযোগ্য ঘোষিত দলের পয়েন্ট অপরিবর্তিত থাকবে।

(গ) প্রথম রেফারি কর্তৃক সমর্থিত হবার পর যদি কোন দল খেলতে অস্বীকৃতি জানায় তবে সেই দলকে বাকি সময়ের জন্য অযোগ্য ঘোষণা করা হবে এবং বিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে। এক্ষেত্রে স্কোর ধরা হবে ১৫-০, ১৫-০. ১৫-০ অর্থাৎ সেট ৩-০।

 

 

উসমান খাজার কোনো আক্ষেপ নেই

 

(ঘ) যদি কোন দল যথাযথ কারণ ছাড়া কোর্টে সময়মত উপস্থিত না হয় তবে বিপক্ষ দল ১৫-০, ১৫-০, ১৫-০ তে সেট ও ৩-০ ম্যাচ জয়ী হবে।

আরও দেখুনঃ

Leave a Comment