ভলিবল খেলার লাইন্সমেন । চব্বিশ নম্বর আইন
ভলিবল খেলার লাইন্সমেন । ভলিবল খেলার চব্বিশ নম্বর আইন । খেলাধুলার আইন
লাইন বা রেখা বিচারকরা তাদের উপর অর্পিত দায়িত্ব বিষয়ে সনাক্ত জটিল সংকেত দেবেন।
১. অবস্থান
(ক) কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৪জন লাইন্সমেন কোর্টের ৪ কোনায় স রেখার ১ থেকে ৩ মিটার দূরে অবস্থান করবেন। সার্ভিস কোনায় থাকা লাইপমান। পিছনের রেখা (ব্যাক লাইন) এবং অন্য প্রান্তের লাইন্সম্যান সাইড লাইন দেখবেন।
(খ) যদি দুইজন লাইন্সম্যান নিয়োগ করা হয় তবে তারা একজনের কোণাকুনি অপরজন অবস্থান করবেন। তারা তাদের কাছের সাইড লাইন ও ব্যাক লাইন পর্যবেক্ষণ করবেন।
২. লাইন্সমেন এর দায়িত্ব
(ক) লাইগমেনবৃন্দ একটি করে পতাকার (৩০ x ৩০ সে. মি.) সাহায্যে নিম্নলিখিত ধারায় তাদের দায়িত্ব পালন করবেন।
(১) বল যখন কোর্টের মধ্যে পড়বে বা লাইন স্পর্শ করে বেরিয়ে যাবে তখন তিনি ভিতরে নির্দেশ করার জন্য পতাকা নিচের দিকে দেখাবেন ।
(২) যদি বল সীমা রেখার বাইরে পড়ে তবে তিনি পতাকা উপরে তুলবেন ।
(৩) যদি রিসিভিং দলের কোন খেলোয়াড়ের গায়ে লেগে বল বাইরে চলে যায় তবে তিনি একহাত পতাকা উঁচুতে তুলে ধরে এবং অন্য হাতে পতাকার উপরের ভাগে হাতের ঘর্ষণের মাধ্যমে বল গায়ে লাগার সংকেত রেফারিকে জানাবেন ।
(৪) যদি সার্ভার সার্ভিস জোনের বাইরে থেকে সার্ভিস করেন তবে তিনি পতাকা তুলে নাড়াবেন এবং একই সাথে তর্জনি দিয়ে সার্ভার ও সার্ভিস লাইন রেফারির দৃষ্টিতে আনবেন।
(৫) বল যদি এ্যানটেনার উপর বা বাইরে দিয়ে অতিক্রম করে অথবা এ্যানটেনা স্পর্শ করে অতিক্রম করে তবে তিনি সাথে সাথে পতাকা উঠিয়ে নাড়বেন এবং তর্জনি দ্বারা এ্যানটেনা দেখাবেন।
(খ) প্রথম রেফারি অনুরোধ করলে তিনি পুনরায় সংকেত দেখাবেন ।
(গ) লাইন্সম্যানরা কাছের লাইন দেখা বিষয়ে অথবা কাছে ঘটা অপরাধ সম্পর্কে কেবল সিদ্ধান্তমূলক সংকেত দেবেন।
আরও দেখুনঃ