ভলিবল খেলায় যখন বল নেটে (জালে) । ভলিবল খেলার ষোল নম্বর আইন । খেলাধুলার আইন

যখন বল নেটে (জালে)ঃ ভলিবল একটি জনপ্রিয় খেলা। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ভলিবলের রয়েছে অসম্ভব জনপ্রিয়তা।

ভলিবল খেলার আবিষ্কারক হিসেবে আমেরিকার নিউইয়র্কের উইলিয়াম জি মারগানের নাম সর্বজন স্বীকৃত। তিনি এ খেলার নাম দেন “মিনটোনেট”। ১৮৯৫ সালে এ খেলার উৎপত্তি। ১৮৯৭ সালে প্রথম পুস্তিকাকারে ভলিবল খেলার আইন-কানুন প্রকাশিত হয় ভলিবল তার জনপ্রিয়তা আমেরিকা ছড়িয়ে কানাডায় গিয়ে পৌঁছায়।

 

যখন বল নেটে (জালে) । ষোল নম্বর আইন

 

 

১৯২৩ সালে চোকাশ্লোভাকিয়ায় বিশ্বের প্রথম ভলিবল ফেডারেশন গঠিত হয় । ১৯২৭ সালে জাপানে ১৯২৮ সালে আমেরিকায় ভলিবল ফেডারেশন গঠিত হয়। ১৯২৯ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কিউবায় অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতা ভলিবল অনুষ্ঠানের স্বীকৃতি দেয়।

১৯৩৩ সালে মেয়েদের ভলিবলের সূচনা হয়। ধীরে ধীরে সারা বিশ্বে ভলিবল জনপ্রিয়তা লাভ করতে থাকে। ১৯৪৭ সালে ২৯ শে এপ্রিল ফ্রান্সের ক্রীড়া সংগঠক মিঃ পল লিবার্ড এর নেতৃত্বে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন (এফ, আই, ভি, বি) গঠিত হয়। ১৯৬৭ সালে অলিম্পিকে ভলিবল অন্তর্ভুক্ত হয়।

১৯৪৯ সালে সিরিয়া বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশীপ, ১৯৫২ সালে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশীপ, ১৯৬৫ সালে পুরুষ বিশ্বকাপ ভলিবল, ১৯৭৩ সালে মহিলা বিশ্বকাপ ভলিবল, ১৯৭৭ সালে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হওয়ায় এ খেলার চূড়ান্ত বিজয় অর্জিত হয় ।

 

যখন বল নেটে (জালে) । ষোল নম্বর আইন

 

ভলিবল খেলায় যখন বল নেটে (জালে) । ভলিবল খেলার ষোল নম্বর আইন । খেলাধুলার আইন

১. বল নেট অতিক্রম

(ক) নেটের উপর নির্ধারিত সীমানার মধ্যে দিয়ে বল বিপক্ষের কোর্টের পাঠাতে হবে।
(খ) নেটের নির্ধারিত সীমানা হলো নেটের উপরে দুই এ্যানটেনার মধ্যের আ এবং তার কাল্পনিক উচ্চতা বরাবর।

২. বল নেট ছোঁয়া

সার্ভিস ছাড়া নেটের নির্ধারিত সীমানায় বা নেটে বল লেগে যদি বিপক্ষের কোর্টে পৌঁছে তবে অপরাধ হবে না।

 

 

উসমান খাজার কোনো আক্ষেপ নেই

 

৩. বল নেটের ভিতরে

(ক) বল নেট অতিক্রমকালে যদি সীমানার বাইরে কোন বস্তু, ছাদ, নেটের অননুমোদিত অংশ দিয়ে নেট অতিক্রম করে তবে অপরাধ হবে।

(খ) বল নেটের নিচে দিয়ে অতিক্রম করলে অপরাধ হবে ।

আরও দেখুনঃ

Leave a Comment