Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

ভলিবল রেফারিদের খেলা পরিচালনা এবং হাতের সংকেত । ভলিবল খেলার একুশ নম্বর আইন । খেলাধুলার আইন

ভলিবল রেফারিদের খেলা পরিচালনা এবং হাতের সংকেত

ভলিবল রেফারিদের খেলা পরিচালনা এবং হাতের সংকেত । ভলিবল খেলার একুশ নম্বর আইন

 

 

ভলিবল রেফারিদের খেলা পরিচালনা এবং হাতের সংকেত । ভলিবল খেলার একুশ নম্বর আইন । খেলাধুলার আইন

১. রেফারি গঠন

কোন একটি খেলায় নিম্নলিখিত সদস্যদের নিয়ে রেফারি দল গঠন করা হবেঃ

(ক) প্রথম রেফারি

(খ) দ্বিতীয় রেফারি

(গ) স্কোরার

(ঘ) লাইন্সমেন (৪ জন)

 

 

২. রেফারিং বা খেলা পরিচালনা

(ক) শুধুমাত্র প্রথম বা দ্বিতীয় রেফারি খেলায় বাঁশি বাজাবেন। প্রথম রেফারি খেলা শুরুর বাঁশি বাজাবেন। যখন তাঁরা নিশ্চিত যে একটি অপরাধ সংগঠিত হয়েছে তখন প্রথম বা দ্বিতীয় রেফারি বাঁশি বাজাবেন।

(খ) খেলার বিরতিতে উভয় রেফারি বাঁশি বাজাতে পারেন।
যখনঃ

(১) কোন দলের অনুরোধ অননুমোদিত হলে তার সংকেত দানের জন্য ।

(২) প্রথম রেফারি কোন দলের সংকেত দেয়ার বা শাস্তি দেবার জন্য বাঁশি বাজাতে পারেন।

(গ) যখন কোন রেফারি খেলা স্থগিত সংকেত দেবেন তখন নিম্নোক্ত বিষয়গুলি উল্লেখ করবেনঃ

(১) অপরাধের ধরণ ও অফিসিয়াল সংকেত ।

(২) অভিযুক্ত খেলোয়াড়কে নির্দিষ্ট করা।

(৩) কোন দল সার্ভিস করবে তা উল্লেখ করা ।

 

 

 

৩. অফিসিয়াল সংকেত

নিচে উল্লেখিত আইনে রেফারিবৃন্দ এবং রেখা বিচারকবৃন্দ (লাইন জাজ) অফিসিয়াল হাত সংকেত দ্বারা অপরাধের ধরণ বা বিরতি অনুমোদনের উদ্দেশ্য সুস্পষ্টভাবে উল্লেখ করবেন।

(ক) হাত সংকেত কিছু সময় দেখাতে হবে এবং যদি এক হাত দিয়ে সংকেত দেয়া হয় তবে অন্য হাত দিয়ে অপরাধী বা দলকে নির্দেশ করবেন।

(খ) রেফারি তারপর সংকেত দ্বারা অপরাধী খেলোয়াড় বা অপরাধকারী দলকে সনাক্ত করবেন।

(গ) এরপর কোন দল সার্ভিস করবে তা নির্দেশ করার জন্য হাত নামিয়ে সংকেত দেবেন।

আরও দেখুনঃ

Exit mobile version