ভলিবল খেলার সেট ও পরিবর্তনের বিরতি । ভলিবল খেলার বারো নম্বর আইন । খেলাধুলার আইন

ভলিবল খেলার সেট ও পরিবর্তনের বিরতি । ভলিবল খেলার বারো নম্বর আইন

 

সেট ও পরিবর্তনের বিরতি । বারো নম্বর আইন

 

ভলিবল খেলার সেট ও পরিবর্তনের বিরতি । ভলিবল খেলার বারো নম্বর আইন । খেলাধুলার আইন

১. প্রতি সেট পর বিরতি

(ক) প্রতিটি সেট শেষে সর্বাধিক ২ মিনিট বিরতি দেয়া হবে। এই ২ মিনিট সময়ের মধ্যে উভয় দল কোর্ট পরিবর্তন করবে এবং পরবর্তী সেটের জন্য দলের লাইন আপ ছকে স্কোরশীটে নথিভুক্ত করবে। (৮১ (ক ) দেখুন) তবে ৪র্থ ও ৫ম সেটের বিরতির সময় সীমা হবে ৫ মিনিট।

(খ) যখন রেফারি সেট শুরুর বাঁশি বাজাবেন তখন উভয় দলের খেলোয়াড়েরা নিজ কোর্টের পিছন রেখা বরাবর সারিবদ্ধভাবে দাঁড়াবেন। রেফারির সংকেত দানের পর কোন দল সঠিক অবস্থানে না থাকলে আইন ১০.৮ (ঘ) ও ১৩.৩ (গ) অনুসারে সে দলকে শাস্তি দেয়া হবে ।

২. কোর্ট বদল

(ক) যদি চূড়ান্ত সেট না হয় তবে উভয় দলের সকল সদস্য প্রতি সেট শেষে কোর্ট বদল করবে।

(খ) চূড়ান্ত সেটে কোন দল ৮ পয়েন্ট লাভ করলে উভয় দল ত্বরিৎ

(অ) অনুমোদিত সার্ভার বলসহ সার্ভিস জোনের প্রস্তুত আছে কিনা ।

(আ) উভয় দলের খেলোয়াড়েরা বল খেলার জন্য প্রস্তুত আছে কিনা।

 

সেট ও পরিবর্তনের বিরতি । বারো নম্বর আইন

 

৩. সার্ভিস উদ্যোগ

(ক) সার্ভিসের জন্য বল ছোঁড়া অথবা মুক্ত করা হলে সার্ভিসের উদ্যোগ বলে ধরা হবে। অবশ্য সে বল ভূমি স্পর্শ করার আগে যদি সার্ভারের গায়ে না লাগে।

(খ) এ ধরনের সার্ভিস উদ্যোগের জন্য রেফারি পুনরায় সার্ভিসের নির্দেশ দেবেন এবং তা নির্দিষ্ট ৫ সেকেন্ডের মধ্যেই করতে হবে।

(গ) সার্ভিসের অন্য কোন উদ্যোগ গ্রহণ করা হবে না।

৪. আড়াল করা

সার্ভিস দলের খেলোয়াড়েরা কৌশলে অথবা অনিচ্ছায় বিপক্ষ দলের খেলোয়াড়দেরকে সার্ভার অথবা বলের অতিক্রম পথকে আড়াল করতে পারবেন না।

(ক) সার্ভিং দলের একক কোন খেলোয়াড় সার্ভিসের সূচনার মুহূর্তে হাত নেড়ে বা উপরে বা পাশে লাফ ঝাফ সার্ভার অথবা বলকে আড়াল করলে একক আড়াল করা দোষে দোষী হবে ।

(খ) একাধিক খেলোয়াড় যদি নিজ দলের সার্ভারকে আড়াল করে রাখেন এবং সার্ভার ও বলের অতিক্রম পথ বিপক্ষ খেলোয়াড়দের দৃষ্টির আড়ালে রাখেন তবে সে আড়াল করা দলগত হবে।

 

সেট ও পরিবর্তনের বিরতি । বারো নম্বর আইন

 

৫. সার্ভিসের ত্রুটি

নিম্নোক্ত অপরাধের যে কোন একটি যদি সার্ভার বা তার দলের দ্বারা ঘটে তবে রেফারি শাস্তি হিসেবে বল দিক পরিবর্তনের (সাইড আউট) নির্দেশ দেবেন। এক্ষেত্রে বিপক্ষ দলের খেলোয়াড়দের অবস্থান ত্রুটি বিবেচনায় অন্তর্ভুক্ত হবে না।

(ক) যদি সার্ভার সঠিকভাবে ১৪.৩ ধারা মোতাবেক সার্ভিস না করেন

(খ) যদি সার্ভার ১৪৪ ধারার শর্ত পূরণ না করে সার্ভিস করেন ।

(গ) যদি সার্ভার ১৪ ৬ ধারায় সার্ভিস উদ্যোগের আওতায় না পড়েন।

 

উসমান খাজার কোনো আক্ষেপ নেই

 

৬. বলে আঘাতের পর সার্ভিস ত্রুটি

বলে সঠিক হিট (আঘাত) করে সার্ভিস করা হলেও নিচের কারণে সার্ভিস ত্রুটি ধরা হবে :

(ক) বল যদি কোন বস্তু বা সার্ভিং দলের কোন খেলোয়াড়ের শরীর স্পর্শ করে অথবা নেট অতিক্রম করতে ব্যর্থ হয়।

কোর্ট বদল করবে রেফারির সংকেতে। কোর্ট বদলের সময় কোর্ট খেলোয়াড়দের সাথে আলাপ করতে পারবেন না। লাইন-আপ আগের মত থাকবে। তবে কোর্ট বদল করা না হলে ভুল ধরা পড়ার সাথে সাথে বদল করতে হবে। তবে কোন দলের পয়েন্ট কাটা যাবে না।

আরও দেখুনঃ

Leave a Comment