Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

এ্যাথলেটিক্সের হাঁটা প্রতিযোগিতা । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

এ্যাথলেটিক্সের হাঁটা প্রতিযোগিতা

এ্যাথলেটিক্সের হাঁটা প্রতিযোগিতা

 

 

এ্যাথলেটিক্সের হাঁটা প্রতিযোগিতা । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

ক্রমাগত চলাকেই হাঁটা বলে। হাঁটার সময় পায়ের সাথে মাঠের অবিচ্ছেদ্য যোগাযোগ থাকবে। দুই পা কখনো এক সাথে উঠাবে না এবং পা অবশ্যই সোজা থাকবে ।

(১) হাঁটার সময় প্রত্যেক প্রতিযোগীকে লক্ষ্য রাখতে হবে পুরো পা যেন মাটিতে পড়ে।

(২) সব সময় এক পা মাটিতে রেখেই অন্য পা তুলতে হবে। একসাথে দুই পা মাটিতে রাখা বা শূন্যে তোলা যাবে না।

(৩) প্রতিটি পদক্ষেপে পায়ের উপরে জোর পড়বে ।

(৪) জাজদের মধ্যে থেকে একজন বিচারক নিযুক্ত হবেন।

 

 

(৫) হাঁটার মধ্যে অসঙ্গতি কিছু দেখলে সাথে সাথে উক্ত প্রতিযোগীকে সাবধান করে দেয়া হবে। তাতে কাজ না হলে তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

(৬) ট্রাক রেসে যোগ্যতা হারাবার সাথে সাথে প্রতিযোগী ট্রাক ত্যাগ করবেন। অযোগ্য হবার সাথে সাথে বুকের ও পিঠের নম্বর খুলে ফেলবেন। সাদা ফ্লাগ দেখিয়ে জানিয়ে দিতে হবে প্রতিযোগী যোগ্যতা হারিয়েছেন।

(৭) ২০ কিলোমিটারের বেশি হাঁটায় ১০ কিলোমিটার দূরে আয়োজনকারীরা প্রতিযোগীদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। টিফিন স্টেশন থাকবে প্রতি ৫ কিলোমিটারের মাথায়। কোন প্রতিযোগী সঙ্গে খাবার রাখতে পারবেন না। তবে কোন খাদ্য তাদের পছন্দ তা আয়োজকদের জানাতে পারেন। প্রতিযোগীদের হেঁটে হেঁটে খেতে হবে।

(৮) ৩০ কিলোমিটারের বেশি হাঁটা প্রতিযোগিতা হলে প্রত্যেক প্রতিযোগীকে নাম এন্ট্রির সাথে ডাক্তারের সার্টিফিকেট জমা দিতে হবে। তবে প্রয়োজনে প্রতিযোগিতা শুরুর আগে আয়োজনকারীরা যে কোন প্রতিযোগী বা সকলকে ডাক্তার দিয়ে পরীক্ষা করতে পারেন।

 

 

(৯) উদ্যোগতারা রাস্তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন। বড় প্রতিযোগিতা হলে রাস্তায় যানবাহন বন্ধ করে দিতে হবে।

(১০) উদ্যোগতারা প্রতিযোগীর সঙ্গে যাবেন। পথে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তার দেখাতে হবে।

আরও দেখুনঃ

Exit mobile version