Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

এ্যাথলেটিক্সের হার্ডল রেস । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

এ্যাথলেটিক্সের হার্ডল রেস: এ্যাথলেটিক্স মূলত ইনডোর গেম হিসেবে খ্যাত হলেও এর মধ্যে হাঁটা প্রতিযোগিতা, ম্যারাথন প্রভৃতি দূর পাল্লার খেলাও রয়েছে। এ্যাথলেটিক্সের ইভেন্টগুলি যথেষ্ট আকর্ষণীয়। ফলে প্রচুর সংখাক এ্যাথলেট প্রতি বছর এর সাথে নিজকে জড়িয়ে ফেলছেন। বাংলাদেশে এ্যাথলেটিক্স এর উন্নয়নের জন্য এ্যাথলেটিক্স ফেডারেশন রয়েছে। তারাই দেশের এ্যাথলেটিক্সের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা অব্যহত রেখেছে। সমস্ত আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ইন্টান্যাশনাল এ্যামেচার এ্যাথলেটিক্স ফেডারেশনের আইন মোতাবেক অনুষ্ঠিত হয়। নিয়মাবলী পুরুষ ও মেয়েদের জন্য প্রযোজ্য।

 

 

এ্যাথলেটিক্সের হার্ডল রেস । এ্যাথলেটিক্স খেলার আইন কানুন । খেলাধুলার আইন

বিভিন্ন দূরত্বের হা-র্ডল রেস বিভিন্ন উচ্চতায় হয়ে থাকে। হার্ডলগুলি চওড়া হবে ৩ ফুট ১১ ইঞ্চি। প্রত্যেক দৌড়ে ১০ টি হার্ডল অতিক্রম করতে হবে। পুরুষদের জন্য হার্ডল রেস ১১০ মিঃ ২০০ মিঃ ৪০০ মিটার এবং মেয়েদের জন্য ১০০ মিঃ ও ২০০ মিটার হয়।

 

 

মনে রাখা দরকার

(ক) প্রত্যেককে নিজ নিজ লেনে শুরু থেকে শেষ পর্যন্ত দৌড়তে হবে

(খ) কোন প্রতিযোগী ইচ্ছাকৃতভাবে তার পাশের প্রতিযোগীর বাধার কারণ হয়ে দাঁড়ালে উক্ত প্রতিষোড়ীকে অযোগ্য ঘোষণা করা হবে।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version