Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

ক্রিকেটের হিট দি বল টোয়াইস । ক্রিকেট খেলার ৩৪ নম্বর আইন । খেলাধুলার আইন

ক্রিকেটের হিট দি বল টোয়াইস । ক্রিকেট খেলার ৩৪ নম্বর আইন । খেলাধুলার আইন

ক্রিকেটের হিট দি বল টোয়াইস । ক্রিকেট খেলার ৩৪ নম্বর আইন । খেলাধুলার আইন

 

 

ক্রিকেটের হিট দি বল টোয়াইস । ক্রিকেট খেলার ৩৪ নম্বর আইন । খেলাধুলার আইন

১। আউট হিট দি বল টোয়াইস

আবেদনক্রমে স্ট্রাইকার হিট দি বল টোয়াইস আউট হবেন যদি তিনি বলটিকে আঘাত বা দেহের কোন অংশের দ্বারা থামানোর পর সেটিকে একমাত্র নিজের উইকেট রক্ষার উদ্দেশ্য ছাড়া আবার ইচ্ছাকৃতভাবে তাঁর ব্যাট বা দেহের দ্বারা আঘাত করেন; এই কাজে তিনি দুই হাত ছাড়া ব্যাট বা দেহের যে কোন অংশ ব্যবহার করতে পারেন। কিন্তু আইন নং ৩৭.২ (বল ক্যাচ করাতে কাজে বাধাদান) দেখুন। যে হাতে ব্যাটটি ধরে আছে, সেটিও ব্যাটের একটি অংশ বলে গণ্য হবে।

 

ট্রাইকার এক্ষেত্রে প্রথমবার খেলার পর ইচ্ছাকৃত ভাবে দ্বিতীয়বার ব্যাট দিয়ে খেলেছেন, সেইজনা তিনি এই আইনে আউট হবেন। “হিট দি বা টোয়াইস”।

 

২। বলটি একজন ফিল্ডসম্যানকে ফেরত দেয়া

আবেদনের মাধ্যমে স্ট্রাইকার এই আইনের আওতায় আউট হবেন। যদি তিনি বিপক্ষ দলের অনুমতি ছাড়াই বলটি ফিল্ডিং দলের কাউকে ফেরত দিতে তাঁর ব্যাট বা দেহ ব্যবহার করেন।

৩। বৈধভাবে দু’বার হিট করা বল থেকে রান

শুধুমাত্র ওভার থ্রো থেকে পাওয়া বা পেনাল্টি ছাড়া আইনসঙ্গতভাবে দু’বার হিট করা বল থেকে কোন রান পাওয়া যাবে না। আইন নং ৪১ (ফিল্ডসম্যান) দেখুন।

টীকা

(অ) স্কোর বইয়ে অন্তর্ভুক্তি

যখন স্ট্রাইকারকে এই আইনের আওতায় আউট দেয়া হয় তখন স্কোর বইতে সঠিক অন্তর্ভুক্তি হবে হিট দি বল টোয়াইস এবং এই উইকেটের জন্য বোলার কোন কৃতিত্ব পাবেন না ।

(আ) ব্যাটসম্যানদের কৃতিত্বে রান

যদি কোন রান উপরোক্ত আইন ৩নং উপধারা অনুযায়ী একটি ওভার থ্রোর ফলস্বরূপ বা পেনাল্টির জন্য মঞ্জুর করা হয় তাহলে সেটা স্ট্রাইকারের কৃতিত্বে যাবে, অবশ্য যদি বলটি প্রথমেই তাঁর ব্যাট স্পর্শ করে থাকে, অন্যথায় সেটা অতিরিক্ত রান হিসাবে স্কোরে যুক্ত হবে।

 

 

জ্ঞাতব্য বিষয়

আম্পায়ারদের সাবধান থাকা উচিত যাতে তাঁরা ননস্ট্রাইকারকে এই আইনে আউট না দিয়ে দেন। এটা কেবলমাত্র স্ট্রাইকারের ক্ষেত্রে প্রযোজ্য। ননস্ট্রাইকারেরও মনে রাখা উচিত যে বিনা অনুরোধে তিনি যেন ফিল্ডসম্যান বা বোলারের কাছে ব্যাট দিয়ে বল না। পাঠান। এই আইনে বলা আছে যে একজন স্ট্রাইকার কেবল তার উইকেট রক্ষা করার জন্য ছাড়া দ্বিতীয়বার বল হিট করতে পারবেন না।

যদি স্ট্রাইকার একটি বল প্যাড বা ব্যাট দিয়ে খেলেন এবং তারপর আবার ব্যাট বা প্যাড দিয়ে ইচ্ছাকৃতবাবে হিট করেন। তখনও তিনি হিট দি বল টোয়াইস আউট হবেন। এমন কি যদি তিনি প্রথমে একটি বল প্যাড দিয়ে আটকানোর পর ইচ্ছাকৃতভাবে আবার পা দিয়ে বলটিকে মারেন তাহলেও তিনি এই আইনের অধীনে আউট হবেন।

এই আইনে ব্যাটসম্যান আউট হলে বোলার কোন কৃতিত্ব পান না। স্ট্রাইকার বৈধভাবে বলটি দ্বিতীয়বার মেরেছেন কিনা, তা বিচারের ভার আম্পায়ারের উপর। এছাড়া আম্পায়ারদের জানা দরকার যে কেবলমাত্র ওভার থ্রো থেকে ছাড়াও অসঙ্গত ফিল্ডিং করার জন্য পেনাল্টি ছাড়া কোন রানই স্কোর করা যায় না।

 

 

তবে ব্যাটসম্যানদ্বয় একজন আর একজনকে অতিক্রম করেন এবং যদি প্রভার গ্রোয়িং-বাউন্ডারিতে যায় তাহলে কেবল ৪ রান স্কোরে অন্তর্ভুক্ত হবে, ৫ রান নয়। যদি ব্যাটসম্যান ব্যাট দিয়ে খেলে থাকেন তবে রানগুলি স্ট্রাইকারের স্কোরে যাবে। অন্যথায় রানগুলি অতিরিক্ততে যোগ হবে।

যদি একজন ব্যাটসম্যান ব্যাট দিয়ে বলটি শূন্যে মারেন ও সেই বলটি দেখা যায় যে তার উইকেটের উপর পড়ছে ও ঠিক সেই মুহূর্তেই যদি তিনি উইকেটরক্ষকরে ক্যাচ ধরার প্রচেষ্টায় বাধা দেবার চেষ্টা করেন, তখন ফিল্ডিং দলের আবেদনের মাধ্যমে স্ট্রাইকারকে আম্পায়ারের আউট দেয়া ছাড়া আর কোন উপায় নেই। এক্ষেত্রে অবশ্য আম্পায়ারের ঠিকভাবে দেখা উচিত যে যদিও ব্যাটসম্যান আইন সঙ্গতভাবে দ্বিতীয়বার বল হিট করেছেন তবু আবেদনের জন্য ব্যাটসম্যানকে অবস্ট্রাক্টিং দি ফিল্ড আইনে আউট হয়েছেন বলে গণ্য করা হবে।

আরও দেখুনঃ

Exit mobile version