Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

হ্যান্ডবলের গোলরক্ষক । হ্যান্ডবল খেলার পাঁচ নম্বর আইন । খেলাধুলার আইন

হ্যান্ডবলের গোলরক্ষক

হ্যান্ডবলের গোলরক্ষক । হ্যান্ডবল খেলার পাঁচ নম্বর আইন

 

 

হ্যান্ডবলের গোলরক্ষক । হ্যান্ডবল খেলার পাঁচ নম্বর আইন । খেলাধুলার আইন

১. গোলরক্ষক যে কোন সময় পোশাক পরিবর্তন করে মাঠ খেলোয়াড়ের (Field Player) বদলি খেলতে পারবে এবং মাঠ খেলোয়াড় যে কোন সময় পোশাক পরিবর্তন করে গোলরক্ষকের বদলে খেলতে পারবে। তবে গোলরক্ষক অবশ্যই নিজ বদলি সীমা দ্বারা মাঠ ত্যাগ করবে।

গোলরক্ষকের জন্য বৈধ

২. নিজ গোল সীমায় থাকাকালীন বল প্রতিহত করার জন্য শরীরের যে কোন অংঙ্গ ব্যবহার করতে পারবে।

৩. গোল-সীমায় বলসহ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে।

৪. বল ছাড়া গোল-সীমার বাইরে এসে মাঠ খেলোয়াড়দের জন্য প্রযোজ্য আইন তার জন্য ও প্রযোজ্য হবে।

গোলরক্ষকের শরীরের যে কোন অঙ্গ গোল-সীমার বাইরে ভূমি স্পর্শ করলে সে গোল-সীমা ছেড়েছে বলে ধরা হবে।

৫. বল প্রতিহত করার সময় যদি বল তার আয়ত্ত্বে না থাকে তবে গোল-সীমার বাইরে এসে সে বলটি খেলতে পারবে। (তবে বলসহ গোল সীমানায় পুনরায় প্রবেশ করতে পারবে না।)

 

 

গোলরক্ষকের জন্য অবৈধ

৬. বলটি প্রতিহত করার জন্য অন্য কোন খেলোয়াড়ের পক্ষে বিপদজনক বা ক্ষতির কারণ হতে পারে এমন কোন খেলা খেলতে পারবে না।

৭. ইচ্ছাকৃতভাবে নিজের গোল-লাইনের উপর দিয়ে বল বাইরে খেলতে পারবে না।

৮. বলসহ গোলসীমার বাইরে আসতে পারবে না। (শান্তি ফ্রি-থ্রো-১৩.১৩)

৯. গোল থ্রো করার পর অন্য কোন খেলোয়াড় বলটি স্পর্শ করার পূর্বে গোলসীমার বাইরে পুনরায় বল ধরতে বা খেলতে পারবে না।

১০. বলটি গোল-সীমার বাইরে স্থির বা চলন্ত অবস্থায় থাকাকালীন গোল সী ভিতরে থেকে বলটি ধরতে বা খেলতে পারবে না।

 

 

১১. বলটি গোল-সীমার বাইরে স্থির বা চলন্ত থাকাকালীন সময়ে গোল-সীমার বাইরে বলটি ধরে গোল-সীমার ভিতরে প্রবেশ করতে পারবে না। (শাস্তি পেনাল্টি থ্রো ১৪১খ)

১২. মাঠ থেকে বল নিয়ে গোল-সীমায় প্রবেশ করতে পারবে না। (শাস্তি পেনাল্টি থ্রো ১৪ ১খ)

১৩. বলটি গোলসীমায় স্থির থাকাকালীন বা খেলার মাঠে ফিরে যাবার সময় হাঁটুর নিচের অংশ দ্বারা স্পর্শ বা খেলতে পারবে না (শান্তি ফ্রি-প্রো)

 

 

১৪. বিপক্ষ দলের খেলোয়াড় পেনাল্টি-থ্রো নেয়ার সময় বলটি হাত থেকে ছাড়ার পূর্বে ৪ মিটার লাইন বা তার বর্ধিত অংশ অতিক্রম করতে পারবেন

নোটঃ গোলরক্ষকের এক পা ৪ মিটার লাইনে বা পিছনে থাকলে অন্য পা বা শরীরের অন্য যে কোন অঙ্গ ৪ মিটার লাইনের উপর বা সামনে শূন্যে ঘুরাতে পারবে।

আরও দেখুনঃ

Exit mobile version