Site icon Sports Gurukul | ক্রীড়া গুরুকুল , GOLN

হ্যান্ডবলের গোলসীমা । হ্যান্ডবল খেলার ছয় নম্বর আইন । খেলাধুলার আইন

হ্যান্ডবলের গোলসীমা

হ্যান্ডবলের গোলসীমা । হ্যান্ডবল খেলার ছয় নম্বর আইন

 

 

হ্যান্ডবলের গোলসীমা । হ্যান্ডবল খেলার ছয় নম্বর আইন । খেলাধুলার আইন

১.একমাত্র গোলরক্ষই গোল সীমায় প্রবেশ করতে পারবে (ব্যতিক্রম ৬.৩)। যদি কোন মাঠ খেলোয়াড় শরীরের যে কোন অঙ্গ দ্বারা গোল লাইন স্পর্শ করে; তবে সে গোল-সীমায় প্রবেশ করেছে বলে ধরা হবে।

২.কোন মাঠ-খেলোয়াড় গোল সীমায় প্রবেশ করলে নিম্নেবর্ণিত ধারায় সিদ্ধান্ত প্রদান করা হবেঃ

(ক) গোল-থ্রোঃ

যদি কোন মাঠ খেলোয়াড় বলসহ গোলসীমায় প্রবেশ করে; (১৩.১গ)

(খ) ফ্রি-প্রোঃ

যদি কোন খেলোয়াড় বল ছাড়া গোলসীমায় প্রবেশ করে কোন সুযোগ লাভের চেষ্টা করে; (১৩.১গ তবে ব্যতিক্রম ৬.২গ)

 

 

(গ) পেনাল্টি-প্রোঃ

যদি কোন রক্ষণভাগের খেলোয়াড় গোল-সীমায় প্রবেশ করে বলসহ কোন আক্রমণকারী খেলোয়াড়কে বাধা প্রদান করে। (১৪ ১গ)

৩. একজন মাঠ খেলোয়াড় গোল- সীমায় প্রবেশ করলেও শাস্তি প্রদান করা হয় না, যখনঃ

(ক) একজন খেলোয়াড় বল গোলে স্যুট করে গোল সীমায় প্রবেশ করে। কিন্তু বিপক্ষ খেলোয়াড়কে কোন বাধা প্রদান না করলে:

(খ) একজন খেলোয়াড় গোল-সীমায় প্রবেশ করে কোন সুযোগ গ্রহণ না করলে;

(গ) রক্ষণভাগের কোন খেলোয়াড় আক্রমণকারী খেলোয়াড়কে বাধা প্রদানকালে বা শেষে গোল-সীমায় প্রবেশ করে বিপক্ষ খেলোয়াড়ের খেলায় অসুবিধা সৃষ্টি না করলে।

৪. বলটি গোল-সীমায় থাকাকালীন সময় গোলরক্ষক ব্যতীত অপর কোন মার্চ খেলোয়াড় তা খেলতে পারবে না। গোলরক্ষক বলটি ধরলে বা বলটি মাটিতে থাকাকালীন অন্য কেউ খেলতে পারবে না। তবে বলটি গোল- সীমার অভ্যন্তরভাগে শূন্যে থাকাকালীন যে কোন খেলোয়াড় খেলতে পারবে।

৫. বলটি গোল-সীমায় স্থির হলে গোলরক্ষক গোল-থ্রো দ্বারা খেলা আরম্ভ করবে।

৬. রক্ষণভাগের কোন খেলোয়াড় অনিচ্ছাকৃত ছোঁয়ার কারণে বলটি গোল-সীম প্রবেশ করে স্থির হলে বা গোলরক্ষক বলটি ধরলে খেলা চলতে থাকবে।

 

 

৭. রক্ষণভাগের কোন খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে বলটি গোল-সীমায় খেললে নিম্নবর্ণিত সিদ্ধান্ত দেয়া হবে :

(ক) গোলঃ

যদি সম্পূর্ণ বলটি গোলে প্রশে করে;

(খ) পেনাল্টি-থ্রো:

যদি গোলরক্ষক বলটি ধরে; (আইন ১৪.১ঘ)

(গ) ফ্রি-থ্রো :

যদি বলটি গোল সীমায় স্থির হয় বা গোল-সীমার বাইরে দিয়ে মাঠের বাইরে চলে যায়; (৯ মিটার দাগের বাইর হতে যো করা হবে।) (আইন ১৩:১৫ )

 

 

(ঘ) খেলা চলবেঃ

যদি বলটি গোল-সীমায় প্রবেশ করে গোলরক্ষক স্পর্শ করার পূর্বে খেলার মাঠে চলে আসে। গোল-সীমা থেকে বলটি মাঠে ফিরে এলে খেলা চলবে।

আরও দেখুনঃ

Exit mobile version