হ্যান্ডবলের ফ্রি থ্রো । হ্যান্ডবল খেলার তেরো নম্বর আইন
হ্যান্ডবলের ফ্রি থ্রো । হ্যান্ডবল খেলার তেরো নম্বর আইন । খেলাধুলার আইন
১. একটি ফ্রি থ্রোর নির্দেশ দেয়া হয়ঃ
(ক) ত্রুটিপূর্ণ খেলোয়াড় বদলি বা অবৈধভাবে মাঠে প্রবেশ করলে;
(খ) গোল রক্ষক আইন ভঙ্গ করলে,
(গ) কোন মাঠ খেলোয়াড় আইন ভঙ্গ করলে;
(ঘ) বলটি ত্রুটিপূর্ণভাবে খেললে,
(ঙ) ইচ্ছাকৃতভাবে পার্শ্বরেখা বা গোল লাইনের উপরে বল খেললে,
(চ) ইচ্ছাকৃতভাবে খেলা দেরি করলে;
(ছ) প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি অবৈধ আচরণ করলে,
(জ) কোন খেলোয়াড় ত্রুটিপূর্ণ থ্রো-অফ (আইন ১০:৩) প্রো-ইন (আইন ১১.৪) গোল গো (আইন ১২.৪) ফ্রি-প্রো (আইন ১৩.৩) পেনাল্টি-গ্রো (আইন ১৪২৪, ১৪৬) রেফারি থ্রো, (আইন ১৫৩) করলে;
(ঝ) সাধারণ থ্রো করতে ভুল করলে;
(ঞ) অখেলোয়াড়োচিত আচরণ করলে;
(ট) কাউকে আঘাত করলে বা মারলে,
২. যেখানে ঘটনাটি ঘটে সে স্থান হতে রেফারির বাঁশির সংকেত ছাড়াই ফ্রি-প্রো করা হয় (ব্যতিক্রম ১৬.৩ক জ) যদি আক্রমণকারী দল গোলসীমা ও ফ্রি থ্রো লাইনের মধ্যবর্তী স্থানে ফ্রি থ্রো পায় তবে ৯ মিটার দাগের বাইরে থেকে থ্রো করতে হবে ।
৩. ফ্রি থ্রো করার জন্য খেলোয়াড় বল হাতে নেয়ার পর বলটি মাটিতে বাউন্স করতে বা মাটিতে রেখে আবার উঠাতে পারবে না।
৪. ফ্রি থ্রো নেয়ার আগ পর্যন্ত আক্রমণকারী দলের খেলোয়াড় ফ্রি-থ্রো লাইন স্পর্শ করতে বা লাইনের ভিতরে প্রবেশ করতে পারবে না। আক্রমণকারী দলের কোন খেলোয়াড় ফ্রি-থ্রো লাইনের ভিতরে থাকলে এবং কোন সুযোগ গ্রহণ করলে রেফারি তাকে অবশ্যই সরিয়ে দেবেন। এক্ষেত্রে রেফারির পর থ্রো-টি করা হবে।
৫. ফ্রি থ্রো করার সময় প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা কমপক্ষে ৩ মিটার দূরে অবস্থান করবে। তবে গোলসীমার সাথে অবস্থান করতে পারবে যদিও গোলসীমা ৩ মিটারের কম হয়।
৬. রেফারি যদি মনে করেন ফ্রি-থ্রো দেয়ার কারণে আক্রমণকারী দলের খেলার বা গোল করার সুযোগ নষ্ট হবে তবে ফ্রি-থ্রো দেয়া থেকে বিরত থাকবেন (Advantage), তবে যদি অবৈধভাবে খেলার কারণে আক্রমণকারীর বদ নষ্ট হয় তবে ফ্রি-থ্রো দিতে হবে। রক্ষণভাগ দলের খেলোয়াড়ের অবৈ খেলায় যদি আক্রমণকারীর বল বা খেলা নষ্ট না হয় তবে ফ্রি-থ্রো দেয়া না।
৭. কোন খেলোয়াড় কর্তৃক আইন ভঙ্গ করা ব্যতীত অন্য কোন কারণে রেফারি খেলা বন্ধ করলে উক্ত সময় যে দলের হাতে বলটি ছিল এবং যে স্থানে ছিল উক্ত স্থান থেকে উক্ত দলের একজন খেলোয়াড় ফ্রি-প্রো করবে। বাঁশির সংকেতের পর ফ্রি-থ্রোটি করা হবে।
৮. কোন খেলোয়াড়ের হাতে বল থাকাকালীন সময়ে যদি উক্ত দলের বিরুদ্ধে ফ্রি-থ্রো দেয়া হয় তবে উক্ত খেলোয়াড় তৎক্ষণাৎ বলটি মাটিতে রেখে দেবে।
আরও দেখুনঃ