ভলিবলের প্রথম ও দ্বিতীয় রেফারি । ভলিবল খেলার বাইশ নম্বর আইন
Table of Contents
ভলিবলের প্রথম ও দ্বিতীয় রেফারি । ভলিবল খেলার বাইশ নম্বর আইন । খেলাধুলার আইন
১. অবস্থান
(ক) নেটের যে কোন প্রান্তে অবস্থিত স্টান্ডে দাঁড়িয়ে বা বসে প্রথম রেফারি তার দায়িত্ব পালন করবেন। তার অবস্থান থেকে তিনি যেন নেটের উপরে কমপক্ষে ৫০ সেন্টিমিটার পরিষ্কারভাবে দেখতে পারেন ।
(খ) প্রথম রেফারির বিপরীতে অর্থাৎ নেটের অপর প্রান্তে দাঁড়িয়ে দ্বিতীয় রেফারি তার দায়িত্ব পালন করবেন বল সার্ভিসের সময় রিসিভিং দলের সামনের জোনে তিনি থাকবেন এবং সার্ভিস শেষ হবার সাথে সাথে তিনি নিচ অবস্থানে (নেটের দন্ড বরাবর) ফিরে যাবেন ।
২. প্রথম রেফারির ক্ষমতা
(ক) প্রথম রেফারি খেলা শুরু থেকে শেষ পর্যন্ত খেলা পরিচালনা করবেন। তিনি উভয় দলের কর্মকর্তাসহ সকল খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলের উপর কর্তৃত্ব করবেন ।
(খ) তিনি খেলা বিষয়ে যে কোন সিদ্ধান্ত দিতে পারবেন, যদি তা আইনে নাও থাকে।
(গ) খেলায় প্রথম রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এমন কি তিনি তার সহকারী রেফারির ভুল সিদ্ধান্ত বাতিল করে দিয়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারেন। এ ছাড়া খেলার কোন কর্মচারি দায়িত্ব পালনে অক্ষমতা দেখালে তিনি তাকে পরিবর্তন করতে পারেন।
(ঘ) একমাত্র তিনি খেলা শুরুর আগে বা পরে কোর্টের উপযুক্ততার চূড়ান্ত সিদ্ধান্ত দেবার ক্ষমতা রাখেন।
(ঙ) খেলা শুরুর আগে বা খেলা চলাকালে তিনি দ্বিতীয় রেফারি সহযোগে বলের উপযুক্ততা স্থির করতে পারেন। যদি কোন বল আইনানুসারে তৈরি না হয় বা ভেজা বা পিচ্ছিল হয় তবে তা বদলে দিতে পারেন।
৩. প্রথম রেফারির দায়িত্ত্ব
(ক) খেলার প্রারম্ভিক দায়িত্ব
(১) খেলার প্রয়োজনীয় সরঞ্জাম ও কোর্ট পরিদর্শন ও পরীক্ষা করবেন ।
(২) সার্ভিস এবং কোর্ট বাছাইয়ের জন্য টস করবেন।
(৩) দলের ওয়ার্মিং আপ নিয়ন্ত্রণ করবেন।
(খ) খেলা চলাকালে দায়িত্ব
(১) খেলার আচরণের সকল ত্রুটি সনাক্ত করবেন, বাঁশি বাজাবেন ও শান্তি দেবেন।
(২) সার্ভার, সার্ভিং দলের অবস্থান, সার্ভিং বল আড়াল করা, সার্ভিস :স্পর্শ করা, বল স্পর্শ করা, নেটের উপরে সংগঠিত অপরাধ, সাইড লাইনের ফিতা সম্পর্কিত ত্রুটি এবং অন্যান্য ঘটে যাওয়া অপরাধ নির্ণয় করে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
(৩) অপরাধের ক্ষেত্রে কোন পার্থক্য বিবেচনা করবেন না। তবে কোন দলের অধিনায়কের অনুরোধে খেলা থামানোর কারণ ব্যাখ্যা দিতে পারেন।
(৪) অধিনায়ক যদি রেফারির ব্যাখ্যায় সন্তুষ্ট না হন এবং তার ভিন্ন মত স্কোরশীটে লিপিবদ্ধ করতে বলেন তবে প্রথম রেফারি খেলা শেষে তার প্রতিবাদ স্কোরশীটে নথিভুক্ত করার অনুমতি দেবেন ।
৪. দ্বিতীয় রেফারির ক্ষমতা
দ্বিতীয় রেফারি প্রথম রেফারির সহকারি হিসেবে দায়িত্ব পালন করবেন। কোন কারণে প্রথম রেফারে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে তিনি প্রথম রেফারির দায়িত্ব পালন করবেন।
(ক) তিনি খেলা শুরুর আগে ও মধ্যে খেলোয়াড়দের অবস্থানের প্রতি লক্ষ্য রাখবেন চূড়ান্ত সেটে কোর্ট পরিবর্তনের আগে ও পরে খেলোয়াড়দের অবস্থান পরীক্ষা করবেন।
(খ) তিনি বেঞ্চে বসা অতিরিক্ত খেলোয়াড় ও কর্মকর্তাদের আচরণের প্রতি লক্ষ রাখবেন। কোন অসদাচরণকালে তা প্রথম রেফারিকে জানাবেন।
(গ) পরিবর্ত খেলোয়াড় ওয়ার্মিং আপ শেষে যেন বেঞ্চে ফিরে না আসে সে খেয়াল রাখবেন।
(ঘ) টাইম আউটের হিসাব রাখবেন। পরিবর্তিত খেলোয়াড় চিহ্নিত করবেন এবং আইনসিদ্ধ বিরতিতে প্রথম রেফারিও সংশ্লিষ্টকে তা জানাবেন।
(ঙ) তিনি টাইম আউট বিরত্তির অযৌক্তিক অনুরোধ বাতিল করবেন এবং
অনুমোদিত বিরতির সময় রক্ষা করবেন।
(চ) তিনি তার আওতা বহির্ভূত কোন বিষয় প্রথম রেফারির দৃষ্টি গোচর করবেন তবে সে বিষয়ে প্রভাব খাটাবেন না ।
৫.দ্বিতীয় রেফারির দায়িত্ব
(ক) প্রতি সেটের শুরুতে তিনি উভয় দল প্রদত্ত লাইন আপ ছকের সাথে তাদের কোর্টে অবস্থান মিলিয়ে নেবেন।
(খ) খেলায় নিচে বর্ণিত পরিস্থিতিতে তিনি বাঁশি বাজাবেনঃ
(১) রিসিভিং দলের কোন খেলোয়াড় যদি অবস্থানগত অপরাধ করে।
(২) বল যদি ক্রসিং স্পেসের বাইরে দিয়ে অতিক্রম করে অথবা তার প্রান্তের এ্যানটেনা স্পর্শ করে ।
(৩) কোন খেলোয়াড় যদি নেটের কোন অংশ বা এ্যানটেনা স্পর্শ করে।
(৪) কেউ যদি বিপক্ষ সীমানায় প্রবেশ করে।
(৫) পিছন সারির খেলোয়াড় যদি বেআইনীভাবে আক্রমণ রচনা করে।
(৬) বল খেলা ছাড়া কোন বস্তু স্পর্শ করলে।
(৭) কোন খেলোয়াড় আঘাত পেলে তিনি তার সুস্থতা লাভের জন্য ৩ মিনিট সময় অনুমোদন করবেন এবং সুস্থ না হলে তার পরিবর্ত খেলোয়াড় অনুমোদন করবেন।
আরও দেখুনঃ