হ্যান্ডবলের থ্রো নেয়া । হ্যান্ডবল খেলার ষোল নম্বর আইন । খেলাধুলার আইন

হ্যান্ডবলের থ্রো নেয়া । হ্যান্ডবল খেলার ষোল নম্বর আইন

 

হ্যান্ডবলের থ্রো নেয়া । ষোল নম্বর আইন

 

হ্যান্ডবলের থ্রো নেয়া । হ্যান্ডবল খেলার ষোল নম্বর আইন । খেলাধুলার আইন

১. থ্রো করার সময় বলটি খেলোয়াড়ের হাতে স্থির হতে হবে এবং অন্যান্য খেলোয়াড় নিয়মমাফিক দাঁড়াবে। খোলোয়াড়ের ভুল অবস্থান সঠিক করা হবে। (১৩.৪, ১৬.৭)

২. গোল থ্রো ব্যতীত অন্য সকল থ্রো করার সময় খেলোয়াড়ের একটি পা অবশ্যই মাটিতে থাকতে হবে, তবে অন্য পা, যে কোন ভাবে ওঠা নামা করতে পারবে।

৩. নিম্নবর্ণিত সময়ে খেলা পুনরায় শুরু করার জন্য রেফারি অবশ্যই বাঁশির সংকেত দেবেনঃ

(এবং সংকেতের তিন সেকেন্ডের মধ্যে খেলোয়াড় অবশ্যই বলটি খেলবেন)

 

হ্যান্ডবলের থ্রো নেয়া । ষোল নম্বর আইন

 

(ক) যখন কোন নির্দিষ্ট স্থান হতে খেলা পুনরায় আরম্ভ করা হয়। (আইন ২.৪, ১০.৩, ১৩, ১৩.৭, ১৪.২, ১৫.২)

(খ) যখন কোন খেলোয়াড় গোল-থ্রো, প্রো-ইন বা ফ্রি-থ্রো করতে দেরিক করে, (১১.২, ১২.২, ১৩.২)

(গ) কোন ত্রুটি সংশোধনের পরে (১৩.৪, ১৬.৭)

(ঘ) যখন কোন খেলোয়াড়কে হুঁশিয়ার (Warning) (১৭১) সাময়িক বহিষ্কার (Suspension) অযোগ্য খোলোয়াড় (Disqualify) বা চূড়ান্ত বহিষ্কার (Exclusion) করা হয়;

(ঙ) কোন দলকে শাস্তি দেয়ার ক্ষেত্রে রেফারিদের মতবিরোধ হলে;

৪. খেলোয়াড়ের হাত হতে বলটি মুক্ত হওয়ার সাথে সাথে থ্রো-টি করা হয়েছে বলে মনে করা হবে। বলটিকে অবশ্যই নিক্ষেপ করতে হবে, অন্য খেলোয়াড়ের হাতে দেয়া যাবে না।

৫. কোন খেলোয়াড় বলটি স্পর্শ করার পর গোল পোষ্ট বা অন্য কোন খেলোয়াড়ের স্পর্শ করার পূর্বে বলটি দ্বিতীয়বার খেলতে পারবে না।

 

হ্যান্ডবলের থ্রো নেয়া । ষোল নম্বর আইন

 

৬. যে কোন থ্রো হতে সরাসরি গোল করা যাবে।

৭. যদি নিক্ষেপকারী খেলোয়াড়ের কোন অসুবিধা না হয় তবে রক্ষণভাগ দলের খেলোয়াড়ের অবস্থানের ত্রুটির জন্য রেফারি কোন সংশোধন করবেন না। তবে নিক্ষেপকারীর অসুবিধা হলে অবশ্যই সংশোধন করতে হবে। রক্ষণভাগ দলের খেলোয়াড়ের বাধার কারণে ফ্রি-থ্রো করা সম্ভব না হলে অথচ যদি রেফারি এ অবস্থায় থ্রো করার সংকেত দেন তবে প্রো-কারী খেলোয়াড় এতে আপত্তি করতে পারেন। যদি রক্ষণভাগের কোন খেলোয়াড় রেফারির নির্দেশের পরও বার বার নিক্ষেপকারীর ৩ মিটারের মধ্যে দাঁড়ায় তবে তাকে হুঁশিয়ার (waring) করা হবে।

 

কাতার বিশ্বকাপে মেসির রেকর্ডসমূহ 

 

এবং যদি অতি নিকটে দাঁড়ায় বা বাধার সৃষ্টি করে বা অন্য কোন উপায়ে খেলা দেরি করে তবে তাকে সাময়িক বহিষ্কার (Suspension) করা হবে। (১৭১গ ও ১৭ তগ তবে ১২.২ )

আরও দেখুনঃ

Leave a Comment