ক্রিকেটের বোলিং ক্রীজ, পপিং ক্ৰীজ এবং রিটার্ণ ক্রীজ । ক্রিকেট খেলার ৯ নম্বর আইন । খেলাধুলার আইন

ক্রিকেটের বোলিং ক্রীজ, পপিং ক্ৰীজ এবং রিটার্ণ ক্রীজ বিষয়ক বিস্তারিত নির্দেশনা রয়েছে ক্রিকেট খেলার ৯ নম্বর আইনে। আজ আমরা ক্রিকেট খেলার নয় নম্বর আইন তথা বোলিং ক্রীজ, পপিং ক্ৰীজ এবং রিটার্ণ ক্রীজ নিয়ে আলাপ করবো।

 

ক্রিকেটের বোলিং ক্রীজ, পপিং ক্ৰীজ এবং রিটার্ণ ক্রীজ । ক্রিকেট খেলার ৯ নম্বর আইন । খেলাধুলার আইন

 

ক্রিকেটের বোলিং ক্রীজ, পপিং ক্ৰীজ এবং রিটার্ণ ক্রীজ । ক্রিকেট খেলার ৯ নম্বর আইন । খেলাধুলার আইন

(১) বোলিং ক্রীজ

স্ট্যাম্প গুলিকে মাঝখানে রেখে একই রেখার দুই প্রান্তে বোলিং ক্রীজ টানা হবে এবং তা হবে দৈর্ঘ্যে ৮ ফুট ৮ ইঞ্চি বা ২.৬৪ মিটার ।

(২) পপিং ক্ৰীজ

পপিং ক্ৰীজ বলতে, ক্রীজটির দাগের পেছনের অংশকেই(ব্যাক এজ) বোঝায়, যেটা বোলিং ক্রীজের সামনে ও সমান্তরালভাবে টানা হবে। এই ক্রীজের পেছনের অংশ স্টাম্পগুলির কেন্দ্রবিন্দু থেকে ৪ ফুট বা ১.২২ মিটার দূরে হবে এবং উইকেটের রেখার (সেন্টার লাইনের) দু’ধারে অন্ততপক্ষে ৬ ফুট বা ১৮৩ মিটার প্রসারিত হবে। পপিং ক্রীজটি দৈর্ঘ্যে সীমাহীন বলে গণ্য হবে ।

(৩) রিটার্ণ ক্রীজ

রিটার্ণ ক্রীজ বলতে ক্রীজটির ভেতরের অংশকেই বোঝাবে (ভিতরের এজ), যেটা বোলিং ক্রীজের দুই প্রান্তে সমকোণে টানা হবে। রিটার্ণ ক্রীজ অন্ততপক্ষে ৪ ফুট বা ১ ২২ মিটার উইকেটের পেছনে হবে ও দৈর্ঘ্যে সীমাহীন বলে গণ্য হবে। এই রিটাণ ক্রীজটি সামনের দিকে (ফরোয়ার্ড এক্সটেনসন হিসাবে) পপিং ক্রীজ পর্যন্ত যাবে।

 

 

 

জ্ঞাতব্য বিষয়

এই আইনটি আম্পায়ারদের পক্ষে খেলা শুরু করার আগে গুরুদায়িত্ব অর্পন করেছে। পপিং ক্রীজের দূরত্ব হচ্ছে স্টাম্পগুলির কেন্দ্র দিয়ে টানা রেখা থেকে পপিং ক্রীজের ভিতর দিকের শেষ প্রান্ত অবধি (ব্যাক এজ) দূরত্ব হল ৪ ফুট বা ১.২২ মি এবং আম্পায়াররা সবসময় ম্যাচ শুরু করার আগেই সব কিছু ঠিকমত আছে কিনা যেন দেখে নেন। এই আইন একাধিক ক্রীজ ও তাদের গঠন বর্ণনা করে; যেমন ক্রীজ মারকিং, ব্যাক এজ, রিটার্ণ ক্রীজ, ফরওয়ার্ড এক্সটেনসন ও বোলিং ক্রীজ, পপিং ক্ৰীজ ও তাদের পার্থক্য ।

তবে আসল ক্রীজ হচ্ছে প্রত্যেক ক্রীজের ‘ব্যাক এজ’। এই ব্যাক এজ একটি সরু রেখা দিয়ে মাঠে অংকিত করা হয় এবং এই সরু রেখার উপর (ব্যাক এজ), পপিং ক্রীজ, রিটার্ণ ক্রীজ প্রভৃতি ১ থেকে ১১/ চওড়া সাদা লাইন বা রং দিয়ে গঠিত হয় ।

এই আইন ভাল করে বুঝতে হলে ৮ ও ২৯ নং আইনগুলি পড়ার প্রয়োজন আছে। পপিং ও রিটার্ণ ক্রীজ দৈর্ঘ্যে সীমাহীন। পপিং ক্রীজের নামকরণ হয় বহু পূর্বে। আগে পপিং ক্রীজটি ব্যাটিং ক্রীজ বলেও অভিহিত হত। ব্যাটসম্যান রান নেবার সময় ব্যাট দিয়ে একটি গর্তে ‘পপ’ করতেন। আইন নং ২৯ এ তে বলা আছে, যদি কোন ব্যাটসম্যানের হাতে ধরা ব্যাটটি বা দেহের কোন অংশ পপিং ক্রীজের লাইনের ভিতর দিকের (ব্যাক এজ) জমি স্পর্শ করে না থাকে তবে তিনি ২৯ আইনে ‘আউট অফ হিজ গ্রাউন্ড’ বলে গণ্য হবেন।

 

ক্রিকেটের বোলিং ক্রীজ, পপিং ক্ৰীজ এবং রিটার্ণ ক্রীজ

 

কার্যক্ষেত্রে এইসব ক্রীজ নিখুঁতভাবে তৈরি করার সময় “স্টীল টেপ” ও নিখুঁত কাঠের ফ্রেমের দ্বারা আম্পায়াররা অভিজ্ঞ গ্রাউন্ডসম্যানের সাহায্য নিয়ে থাকেন। কাঠের ফ্রেমটি এমনভাবে তৈরি হওয়া উচিত যা সমান্তরালে ও সমকোণে সঠিক থাকে এবং মাঝে মাঝে সেটি ত্রিকোণীর সাহায্যে ঠিক আছে কিনা তা পরীক্ষা করার প্রয়োজন আছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment