স্কোয়াশ খেলার নিয়ম : আদ্যপান্ত
বর্তমান বিশ্বে প্রগতিশীল খেলাগুলোর মধ্যে একটি হলো স্কোয়াশ। বিশ্বের প্রায় ১৮৫টি দেশে প্রায় ২ কোটি মানুষ এ খেলা নিয়মিত খেলে …
স্কোয়াশ [ Squash ] এক ধরনের উচ্চগতিসম্পন্ন র্যাকেট ক্রীড়া। স্বচ্ছ কাচের চার-দেয়ালবিশিষ্ট ইনডোর অথবা আউটডোর কোর্টে দুইজন খেলোয়াড় র্যাকেট ও বল নিয়ে একে-অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন। এ খেলাটির মূল উদ্দেশ্য হচ্ছে সম্মুখের দেয়ালে বলকে আঘাত করার মাধ্যমে প্রতিপক্ষীয় খেলোয়াড়কে পাশ কাটিয়ে মেঝেতে দুইবার স্পর্শ করানো অথবা বলকে খেলার বাইরে নিয়ে যাওয়া। এ ক্রীড়াটির উদ্ভব ঘটেছে আনুমানিক ১৮৩০ খ্রিষ্টাব্দে। বিশ্বব্যাপী এ ক্রীড়াটির সর্বোচ্চ নীতি-নির্ধারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিশ্ব স্কোয়াশ ফেডারেশন।
পাকিস্তানের জাহাঙ্গীর খান স্কোয়াশ ক্রীড়ার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়ে আসছেন। মালয়েশিয়ার পেনাংয়ে জন্মগ্রহণকারী বিখ্যাত ও পেশাদার খেলোয়াড় নিকোল ডেভিড বর্তমানে বিশ্বের ১নং প্রমিলা স্কোয়াশ খেলোয়াড়ের মর্যাদা উপভোগ করছেন।
বর্তমান বিশ্বে প্রগতিশীল খেলাগুলোর মধ্যে একটি হলো স্কোয়াশ। বিশ্বের প্রায় ১৮৫টি দেশে প্রায় ২ কোটি মানুষ এ খেলা নিয়মিত খেলে …