দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ দল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ দল। কাঁধের ইনজুরিতে তাসকিন আহমেদ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন না তা নিশ্চিত হয়ে গেছে। একই সঙ্গে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অসুস্থতা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ দল

নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই ভারতের হোম অব ক্রিকেটে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না চন্ডিকা হাথুরুসিংহে। শারীরিক অসুস্থতায় আসেননি বাংলাদেশ কোচ। এদিন বল কুড়িয়ে আনার দায়িত্ব পালন করতে হয়েছে রঙ্গনা হেরাথকে। গ্যালারির বল খুঁজে আনতে বাধার মুখে পড়তে হয়েছে স্পিন বোলিং কোচকে। মাঠের অব্যবস্থাপনা ছিল স্পষ্ট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ দল

বারবার ক্যামেরার চোখ সাকিব আল হাসান আর তাসকিন আহমেদের দিকে। ইনজুরিতে ভারতের বিপক্ষে ম্যাচ মিস করেছেন দুজনই। এদিন সাকিব ব্যাটিং করলেও কাঁধের পুরনো আঘাতে তাসকিন বল করেননি। খেলবেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনেকটাই নিশ্চিত। শঙ্কা আছে বিশ্বকাপের বাকি অংশেও।

Google_news_logo
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

সাধারণত ফুটবল দিয়ে অনুশীলন শুরু হলেও এদিন ফুটভলিতে মেতেছিলেন সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহরা। তবে লিটন দাস ব্যতিক্রম। হালকা ওয়ার্মআপের পর ব্যাট হাতে নেটে বাংলাদেশ ওপেনার। স্পিনে অভ্যস্ত হতে আরো অনূর্ধ্ব-১৯ এর লেগী ওয়াসি সিদ্দিকিকে বাংলাদেশ থেকে উড়িয়ে এনেছে টিম ম্যানেজমেন্ট। আর শুরু থেকেই দলের সাথে আছেন ভারতীয় চায়নাম্যান জিয়াস।

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ দল

 

ওয়াংখেড়ে স্টেডিয়াম নতুন বাংলাদেশ দলের জন্য। সাকিব-মোস্তাফিজরা এখানে আইপিএল মাতালেও ওয়ানডে খেলা হয়নি। ২৫ বছর আগের একমাত্র ওডিআই খেলা সেই দলের সদস্য খালেদ মাহমুদ-মিনহাজুল আবেদীন-আতহার আলীরা এসেছেন টিম ম্যানেজমেন্ট কিংবা ধারাভাষ্যকার হয়ে। সময়ের স্রোতে বদলে গেছে মুম্বাই-বদলেছে বাংলাদেশও। কিন্তু হতাশার চিত্রটা একই।

 

আরও দেখুনঃ

Leave a Comment